অল্পের জন্য রক্ষা! বড় দুর্ঘটনা থেকে বাঁচল নামখানা শিয়ালদহ লোকাল

কয়েক ঘন্টা বন্ধ নামখানা লক্ষীকান্তপুর লাইনে ট্রেন চলাচল, বিপত্তিতে যাত্রীরা

অল্পের জন্য রক্ষা! বড় দুর্ঘটনা থেকে বাঁচল নামখানা শিয়ালদহ লোকাল
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2021 | 11:40 PM

ডায়মন্ড হারবার: হর্ন বাজিয়ে ছুটে আসছে ট্রেন। এদিকে রেলের লাইনে আটকে মটর ভ্যান। পার হওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছেন চালক। কিন্তু হল না। রক্ষী বিহীন লেভেল ক্রসিং পার হতে গিয়ে আটকে পড়া মটর ভ্যানে জোরাল ধাক্কা দিল আপ নামখানা শিয়ালদহ লোকাল ট্রেন। ভাঙল ট্রেনের ক্যাডেল গার্ড। দু’টুকরো হয়ে মটর ভ্যান ছিটকে পড়ল বাইরে। ট্রেন থেকে উঠল কালো ধোঁয়া।

সোমবার বিকেল ৫.৪৫। কাকদ্বীপ থেকে ছেড়ে শিয়ালদহের দিকে এগোচ্ছে নামখানা শিয়ালদহ লোকাল (Namkhana Sealdah local) ট্রেন। সন্ধে ৬টা নাগাদ ঘটল বিপত্তি। করঞ্জলি ও কুলপি স্টেশনের মাঝে রামকৃষ্ণপুরে রক্ষীবিহিন লেবেল ক্রসিংয়ে পার হচ্ছিল একটি মোটর ভ্যান। টাইলস ভর্তি মোটর ভ্যানটি লেভেল ক্রসিংয়ে আটকে যাওয়ায় সরাসরি তাতে ধাক্কা মারে ট্রেনটি। দু’টুকরো হয়ে ছিটকে পড়ে ভ্যানটি। প্রবল ধোঁয়া ছেড়ে বন্ধ হয়ে গেল ট্রেন। ব্যাহত হল নামখানা লক্ষীকান্তপুর লাইনে ট্রেন চলাচল।

আরও পড়ুন: লক্ষ্য জনসংযোগ, ভোটের মুখে গাড়ি-নিরাপত্তা ছেড়ে মানুষের দুয়ারে তৃণমূল বিধায়ক

মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে আসে রেল পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। রেল কর্মীরাও জোর কদমে কাজ শুরু করেছেন। কিন্তু রাত সাড়ে ৮টা পর্যন্ত ট্রেনটি সরানো সম্ভব হয়নি। ফলে হয়রানির মুখে পড়তে হয় বহু যাত্রীকে। তবে বিপদ আশঙ্কা করেই আগেভাগে এলাকা ছেড়ে পালিয়েছে মটর ভ্যানের চালক। রাত ৯টা নাগাদ রেল কর্মীরা এসে মেরামতের কাজ শুরু করেছে। ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে রেল সূত্রে খবর।