South 24 Parganas: ধম্মের ভয় নেই! রাধা গোবিন্দের মন্দিরের ভিতরেই কিনা রাতে… ভোরে পুরোহিত পা রাখতেই সে দৃশ্য দেখলেন, বললেন, ‘গায়ে কাঁটা দিল…’
South 24 Parganas: প্রতি ভোরে আসেন নিত্য পুরোহিত। অন্যান্য দিনের মতো, বৃহস্পতিবার সকালেও পুরোহিত আসেন। কিন্তু এদিন মন্দিরে পা রাখতেই গায়ে কাঁটা দিয়ে যায় তাঁর। কিছুক্ষণের মধ্যে গ্রাম চাউর হয়ে যায় খবর।
দক্ষিণ ২৪ পরগনা: গ্রামের এক কোণে জাগ্রত মন্দির। সেই মন্দিরে নিত্য পুজো হয়। গ্রামবাসীরা অংশ নেন। যে যাঁর মানত করেন। প্রতি ভোরে আসেন নিত্য পুরোহিত। অন্যান্য দিনের মতো, বৃহস্পতিবার সকালেও পুরোহিত আসেন। কিন্তু এদিন মন্দিরে পা রাখতেই গায়ে কাঁটা দিয়ে যায় তাঁর। কিছুক্ষণের মধ্যে গ্রাম চাউর হয়ে যায় খবর। বিগ্রহ দেখতে ভিড় জমান গ্রামবাসীরা। গ্রামের জাগ্রত বিগ্রহের গা থেকেই খুলে নেওয়া হয়েছে সোনা-রূপোর গয়না। যা এই গ্রামে আগে কখনও ঘটেনি, সেটাই হল। জয়নগরের দুর্গানগর গ্রাম পঞ্চায়েতের বক্সির চক গ্রামে জাগ্রত রাধা গোবিন্দের মন্দিরে চুরি। খোয়া গিয়েছে বিগ্রহের গয়না, প্রণামী বাক্সের টাকা-সহ পুজোর বাসনপত্রও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়নগর দুই নম্বর ব্লকের অন্তর্গত বকুলতলা থানা এলাকার বেলে দুর্গানগর গ্রাম পঞ্চায়েতের বক্সির চক গ্রামের এই মন্দিরের রাধা গোবিন্দের মাহাত্ম্য গ্রাম জুড়ে। বৃহস্পতিবার ভোর রাতে পুরোহিত যখন পুজো করতে আসেন, তাঁর নজরেই প্রথম বিষয়টা আসে।
খবর পেয়ে ছুটে যান গ্রামের মাতব্বররাও। তাঁরা দেখেন, মন্দিরের গেটের তালা ভাঙা। বিগ্রহের গায়ের সমস্ত গয়না উধাও, প্রণামী বাস্কও ফাঁকা। পুজোর পিতলের বাসনপত্রও চুরি গিয়েছে।
খবর রেয়ে ঘটনাস্থলে যান বকুলতলা থানার পুলিশ। গ্রামের এক প্রবীণ বাসিন্দার কথায়, ” ধর্মেরই ভয় নাই। গ্রামের মানুষের বিশ্বাসের জায়গায় আঘাত লেগেছে। অবিলম্বে চুরির সামগ্রী উদ্ধার করতে হবে।” পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।