পেটে রয়েছে মূল্যবান ‘সম্পত্তি’, প্রায় ৪০ লক্ষ টাকায় বিক্রি হল পেল্লাই ভোলা!

South 24 Parganas: শেষ পর্যন্ত মাছটির দাম ওঠে প্রতি কেজি প্রায় ৪৯,৩০০ টাকা। মাছটি কিনে নেন কলকাতার কেএমপি নামের এক প্রতিষ্ঠানl মৎস্যজীবী বিকাশ বর্মন দীর্ঘদিন ধরে সুন্দরবনের নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।

| Edited By: | Updated on: Oct 24, 2021 | 8:36 AM
প্রত্যন্ত সুন্দরবনের  নদীতে মিলল পেল্লাই তেলেভোলা। ৭৮ কেজি ২০০ গ্রাম ওজনের এই মাছটি প্রত্যন্ত সুন্দরবনের গোসাবার কপূরা নদীতে ধরা পড়ে একদল মৎস্যজীবীদের জালে।

প্রত্যন্ত সুন্দরবনের নদীতে মিলল পেল্লাই তেলেভোলা। ৭৮ কেজি ২০০ গ্রাম ওজনের এই মাছটি প্রত্যন্ত সুন্দরবনের গোসাবার কপূরা নদীতে ধরা পড়ে একদল মৎস্যজীবীদের জালে।

1 / 5
মাছটিকে আনা হয় ক্যানিং মাছ বাজারের মাছের আড়তে। শনিবার রাতে মাছটি ৪৯,৩০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয় সাড়ে ৩৬ লক্ষ টাকায়l

মাছটিকে আনা হয় ক্যানিং মাছ বাজারের মাছের আড়তে। শনিবার রাতে মাছটি ৪৯,৩০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয় সাড়ে ৩৬ লক্ষ টাকায়l

2 / 5
 গোসাবা ব্লকের দুলকির সোনাগাঁও গ্রাম থেকে বিকাশ বর্মন, রাহুল বর্মন, সৈকত বর্মন, কমলেশ বর্মন ও কালিপদ বর নামে পাঁচ জন মৎস্যজীবী সুন্দরবনে বৃহষ্পতিবার সকালে রওনা দিয়েছিলেন।

গোসাবা ব্লকের দুলকির সোনাগাঁও গ্রাম থেকে বিকাশ বর্মন, রাহুল বর্মন, সৈকত বর্মন, কমলেশ বর্মন ও কালিপদ বর নামে পাঁচ জন মৎস্যজীবী সুন্দরবনে বৃহষ্পতিবার সকালে রওনা দিয়েছিলেন।

3 / 5
শুক্রবার সন্ধ্যায় তাঁদের জালে ধরা পড়ে প্রায় ৭ ফুট লম্বা দৈত্যাকার তেলেভোলা মাছটি। মাছটি বিক্রি করার জন্য শনিবার রাতে ক্যানিংয়ের প্রভাত মন্ডলের মাছের আড়তে আনা হয়। আড়তে আনার পর থেকে মাছটির দর উঠতে থাকে।

শুক্রবার সন্ধ্যায় তাঁদের জালে ধরা পড়ে প্রায় ৭ ফুট লম্বা দৈত্যাকার তেলেভোলা মাছটি। মাছটি বিক্রি করার জন্য শনিবার রাতে ক্যানিংয়ের প্রভাত মন্ডলের মাছের আড়তে আনা হয়। আড়তে আনার পর থেকে মাছটির দর উঠতে থাকে।

4 / 5
শেষ পর্যন্ত মাছটির দাম ওঠে প্রতি কেজি প্রায় ৪৯,৩০০ টাকা। মাছটি কিনে নেন কলকাতার কেএমপি নামের এক প্রতিষ্ঠানl মৎস্যজীবী বিকাশ বর্মন দীর্ঘদিন ধরে সুন্দরবনের নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। প্রতিবছর মূলত ভোলা মাছ ধরতে যান তিনি। তবে এত বড় ভোলা মাছ এর আগে কখনও ধরা পড়েনি।’এই মাছটি এত দাম হওয়ার কারণ, পেটে থাকা পটকা দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ, জিনিসপত্র তৈরি হয়। যা অস্ত্রোপচারের পর সেলাইয়ের কাজে ব্যবহার করা হয় বলে জানা গিয়েছে।

শেষ পর্যন্ত মাছটির দাম ওঠে প্রতি কেজি প্রায় ৪৯,৩০০ টাকা। মাছটি কিনে নেন কলকাতার কেএমপি নামের এক প্রতিষ্ঠানl মৎস্যজীবী বিকাশ বর্মন দীর্ঘদিন ধরে সুন্দরবনের নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। প্রতিবছর মূলত ভোলা মাছ ধরতে যান তিনি। তবে এত বড় ভোলা মাছ এর আগে কখনও ধরা পড়েনি।’এই মাছটি এত দাম হওয়ার কারণ, পেটে থাকা পটকা দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ, জিনিসপত্র তৈরি হয়। যা অস্ত্রোপচারের পর সেলাইয়ের কাজে ব্যবহার করা হয় বলে জানা গিয়েছে।

5 / 5
Follow Us: