Suvendu Adhikari: ৪ নভেম্বরের পর একটা ভিডিয়ো প্রকাশ্যে আনবেন শুভেন্দু

BJP: তিনি আরও বলেন, "এখানে গণতন্ত্র নেই। ভোট কাকে দেবেন আপনার ব্যাপার। কালীমাতার মঞ্চে আমি বলব না আমাদের দিন কিন্তু মনে রাখবেন আপনাদের ভোট দিতে দেওয়া হয়নি। ইভিএম-এ সেলোটেপ। আমার কাছে কয়েকশো ভিডিয়ো আছে। ক্যামেরা বন্ধ ছিল। ডায়মন্ড হারবারের ক্যামেরার লিঙ্ক যাদবপুরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ৪ নভেম্বরের পর দেখিয়ে দেব প্রমাণ সহ।"

Suvendu Adhikari: ৪ নভেম্বরের পর একটা ভিডিয়ো প্রকাশ্যে আনবেন শুভেন্দু
কী ভিডিয়ো প্রকাশ করেবন?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 19, 2025 | 4:19 PM

আমতলা: কালীপুজোর উদ্বোধনে দক্ষিণ ২৪ পরগনার একাধিক বিধানসভা এলাকায় গিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ দিন, রায়দিঘি ও পাথরপ্রতিমা যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন তিনি। পাথরপ্রতিমার সভা থেকে এ দিন রাষ্ট্রপতি শাসনের দাবি ওঠে। সেখান থেকে তিনি গুরুত্বপূর্ণ বার্তা দেন। এরপর আমতলায় যান বিরোধী দলনেতা।

এ দিন শুভেন্দু বলেন, “যাঁরা দক্ষিণ ২৪ পরগনার মূল নিবাসী তাদের সংখ্যা কমছে। অন্যরা দখল করে নিয়েছে। ভারতীয় মুসলমানদের নিয়ে আমার কোনও বক্তব্য নেই। কিন্তু বাংলাদেশি মুসলিমরা অনুপ্রবেশকারী। তাঁরা ভারতীয় নয়। আপনারা যাঁরা ভারতকে ভালবাসেন আমি জানি তাঁরাও চান অভারতীয়রা টাটা বাইবাই।”

তিনি আরও বলেন, “এখানে গণতন্ত্র নেই। ভোট কাকে দেবেন আপনার ব্যাপার। কালীমাতার মঞ্চে আমি বলব না আমাদের দিন কিন্তু মনে রাখবেন আপনাদের ভোট দিতে দেওয়া হয়নি। ইভিএম-এ সেলোটেপ। আমার কাছে কয়েকশো ভিডিয়ো আছে। ক্যামেরা বন্ধ ছিল। ডায়মন্ড হারবারের ক্যামেরার লিঙ্ক যাদবপুরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ৪ নভেম্বরের পর দেখিয়ে দেব প্রমাণ সহ।”

শুভেন্দুর কথায়, “আমি রায়দিঘিতে গেছি ২০০০ হাজার লোক ছিল। আমায় অনেকে প্রশ্ন করে আপনাদের দলের লোক কেন লড়ে না? আমি বলি, কর্মীদের দিয়ে আর কত লড়াব? মিথ্যা মামলা আর মার খেতে খেতে আপনাদের পিঠও দেওয়ালে ঠেকে গেছে। জিহাদিদের জন্য নন্দীগ্রামের শুভেন্দু যথেষ্ট।”

উল্লেখ্য়, আজ পাথরপ্রতিমা থেকে এক ব্যক্তি চিৎকার করে রাষ্ট্রপতি শাসনের দাবি করেছিলেন। স্টেজে সেই সময় মাইক হাতে দাঁড়িয়েছিলেন শুভেন্দু। তিনি এও বলেন, “জনগণ আওয়াজ তুলুন। আমার হাতে তো ওটা নেই। আমার হাতে থাকলে ওটা এক ঘণ্টা লাগত না।”