Basanti TMC Clash:Basanti TMC Clash: তৃণমূল বনাম তৃণমূল! নিজেদের পার্টি অফিসই ভাঙচুর করলেন কর্মীরা

Basanti TMC Clash: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০ নম্বর সর্দার পাড়ার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আদি তৃণমূল কর্মী সমর্থকরা বৈঠক করছিলেন।

Basanti TMC Clash:Basanti TMC Clash: তৃণমূল বনাম তৃণমূল!  নিজেদের পার্টি অফিসই ভাঙচুর করলেন কর্মীরা
বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 08, 2022 | 1:18 PM

দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তীতে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে চলে হামলা পাল্টা হামলার অভিযোগ। এলাকায় চরম উত্তেজনা। ঘটনাস্থলে বিশাল বাহিনী। বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর সর্দার পাড়া এলাকায় মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়ায়। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০ নম্বর সর্দার পাড়ার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আদি তৃণমূল কর্মী সমর্থকরা বৈঠক করছিলেন। অভিযোগ, রাতের অন্ধকারে যুব তৃণমূল আশ্রিত জনা পঁচিশ দুষ্কৃতী আচমকা পার্টি অফিস ভাঙচুর করে আদি তৃণমূল কর্মী সমর্থদেরকে বেধড়ক মাবধর শুরু করেন।

একে অপরের ওপর বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আহতরা। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে বাসন্তী ব্লক হাসপাতালে ভর্তি করান। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

একজনের মাথায় গুরুতর চোট রয়েছে। তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। অভিযোগ, ঘটনার পর থেকে যুব তৃণমূল কর্মীদের অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। আদি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। বুধবার সকালেও এলাকায় চাঞ্চল্য রয়েছে। ঘটনাস্থলে রয়েছে বাসন্তী থানার বিশাল বাহিনী।

গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে। নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় সে দিকে খেয়াল রেখেছেন পুলিশ কর্মীরা। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেফতার করা হয়নি। স্থানীয় তৃণমূল নেতৃত্বে এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।