আচমকাই বিকট শব্দ, তারপরই উল্টে গেল যাত্রীবোঝাই বাস!

বিভৎস শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন গ্রামবাসীরা। ততক্ষণে সামনে থাকা নয়ানজুলিতে উল্টে গিয়েছে বাসটি।

আচমকাই বিকট শব্দ, তারপরই উল্টে গেল যাত্রীবোঝাই বাস!
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jan 18, 2021 | 4:25 PM

দক্ষিণ দিনাজপুর: বাসের গতিবেগ ছিল স্বাভাবিক। আচমকাই বিকট শব্দ। যাত্রীরা তখনও বিষয়টি আঁচ করতে পারেননি। চালক বোঝেন, সামনে চাকা ফেটেছে। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তার পাশেই উল্টে যায় যাত্রীবোঝাই বাসচি।  অল্পের জন্য প্রাণে বেঁচেছেন বাসের সকল যাত্রী। ভয়ঙ্কর ঘটনা দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) তপনে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। আহতদের তপন গ্রামীণ হাসপাতাল ও গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব চিত্র

যাত্রীরা জানান. বাসটি তপন থেকে গঙ্গারামপুরের দিকে যাচ্ছিল। তপনের শ্যামনগর মোড় এলাকায় বাসের সামনের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বিভৎস শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন গ্রামবাসীরা। ততক্ষণে সামনে থাকা নয়ানজুলিতে উল্টে গিয়েছে বাসটি। বাসের মধ্যেই আটকে যান যাত্রীরা।

আরও পড়ুন: আমি টাকা দিতাম, কিন্তু দুই মেদিনীপুর আমাকে দেখতে দেওয়া হতো না: মমতা

কারোর মাথায় গভীর চোট, কারোর হাত ভেঙেছে বেকায়দায়। স্থানীয়রাই প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তপন থানার পুলিস। তবে ঘটনার পর থেকে পলাতক বাসের চালক। পুলিস তাঁকে খুঁজছে।