Budget 2022: ‘সাধারণের জন্য নাথিং…’, নির্মলার বাজেট নিয়ে মমতা রাহুলের একই রা

Budget 2022: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটের বিরোধিতা করে টুইটারে লেখেন, 'বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। বেকারত্ব এবং মু্দ্রাস্ফীতির দ্বারা তাঁরা পিষ্ট হচ্ছে। নিজেদের বড় বড় বুলিতে হারিয়ে গিয়েছে সরকার। এটা আসলে কিছুই নয়,একটি পেগাসাসে বিদ্ধ বাজেট।'

Budget 2022: 'সাধারণের জন্য নাথিং…', নির্মলার বাজেট নিয়ে মমতা রাহুলের একই রা
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 01, 2022 | 5:12 PM

কলকাতা: আজ সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে ব্যাপক। কিন্তু এখনও পর্যন্ত বাজেটের অবস্থা দেখে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের প্রাপ্তি শূন্য। কিছুক্ষণ আগেই মমতা কড়া বার্তা দিয়েছেন টুইটারে। জানা গিয়েছে একটু পরেই তিনি প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিশ্রকে সঙ্গে নিয়ে কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিক সম্মেলন করবেন।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটের বিরোধিতা করে টুইটারে লেখেন, ‘বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। বেকারত্ব এবং মু্দ্রাস্ফীতির দ্বারা তাঁরা পিষ্ট হচ্ছে। নিজেদের বড় বড় বুলিতে হারিয়ে গিয়েছে সরকার। এটা আসলে কিছুই নয়,একটি পেগাসাসে বিদ্ধ বাজেট।’ মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট ঘিরে মানুষের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। বিশেষত চাকুরিজীবীদের প্রত্যাশা ছিল করোনা মহামারীর সংকটের মধ্যে তাঁদের উপর করের ভার কমবে। কিন্তু বাজেট পেশ করতে গিয়ে নির্মলা এদিন জানিয়ে দেন আয়কর কাঠামোর এবারের বাজেটে কোনও পরিবর্তন হচ্ছে না। যা নিয়ে কড়া সমালোচনা করে এই টুইটটি করেন মমতা। সোজাসুজি মমতা বলে দেন, ‘এটা পেগাসাসে বিদ্ধ বাজেট!’

অন্যদিকে বাজেট নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন কংগ্রেসও। প্রাথমিক প্রতিক্রিয়ায় তারা জানিয়েছিল এবারের বাজেটে কোনও সুখবর নেই মধ্যবিত্ত চাকুরিজীবীদের জন্য, তাই এই বাজেট ‘মধ্যবিত্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’ পরে টুইটারে বাজেট নিয়ে কড়া সমালোচনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেটকে অন্তঃসার শূন্য বলে দাবি করেন তিনি। রাহুল নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে লেখেন, ‘শূন্য সমষ্টি বাজেট মোদী সরকারের! বেতনভোগী শ্রেণি, মধ্যবিত্ত, দরিদ্র ও বঞ্চিত, যুবক, কৃষক, এমএসএমই ক্ষেত্রের জন্য কিছুই নেই এই বাজেটে।’

বাজেট নিয়ে খুশি নয় বামদলও। বাজেটের কড়া সমালোচনা করে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রশ্ন তুলে জানান, ‘এই বাজেট কার জন্য? ১০ % ধনী মানুষের হাতে দেশের মোট সম্পদের ৭৫ %। নীচের দিকের ৬০% মানুষের হাতে ৫%ও নেই, বেকারত্ব, দারিদ্র, ক্ষুধা ক্রমশ বেড়েছে। কিন্তু তারপরেও এই অতিমারীতে যাঁরা সবথেকে বেশি লাভ করেছেন তাঁদের ওপর কর চাপবে না কেন?’

বাজেট নিয়ে খোঁচা দিতে ছাড়েননি তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনও। তিনি টুইটারে লেখেন, ‘ হিরে এই সরকারের পরম বন্ধু। বাকিদের জন্য—কৃষক, মধ্যবিত্ত, দৈনিক উপার্জনকারী, বেকার—এই হল একজন প্রধানমন্ত্রী (করে না) কেয়ার #Budget2022’