বাজারে ভয়ানক গ্যাস বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১২, আহত শতাধিক

আচমকা দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে হতবম্ব হয়ে এলাকা ছাড়েন অনেকে।

বাজারে ভয়ানক গ্যাস বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১২, আহত শতাধিক
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Jun 13, 2021 | 5:04 PM

বেজিং: কমপক্ষে ১২ জনের মৃত্যু, আহত শতাধিক। সাত সকালে দুর্ঘটনায় এমনই বিপর্যয়ের সাক্ষী হল চিন (China)। সে দেশের সংবাদ মাধ্যম অনুযায়ী, স্থানীয় সময় সাড়ে ৬ টা নাগাদ ভয়ানক গ্যাস বিস্ফোরণ হয় মধ্য চিনের ঝাংগওয়ান এলাকায়। ঝাংগওয়ান করোনার এপিসেন্টার হুবেই প্রদেশের শিয়ান শহরে অবস্থিত। বিস্ফোরণটি হয় এক ফুড মার্কেটে, তাই আরও অনেকের মৃত্যু ও আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, ওই বাজারে আরও অনেকে আটকে রয়েছেন।

বিস্ফোরণের খবর পাওয়া মাত্র সেখানে ছুটে যায় উদ্ধারকারী দল। সে দেশের সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, কমপক্ষে ১৫০ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ৩৯ জন গুরুতর আহত বলে জানা গিয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় উদ্ধারকারী দল। এখনও সরকারি কোনও বিবৃতি দেয়নি জিনপিং প্রশাসন।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই ফুড মার্কেটে সকলে বাজার করছিলেন, সকালের খাবার খাচ্ছিলেন। তখনই আচমকা দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে হতবম্ব হয়ে এলাকা ছাড়েন অনেকে। শিয়ানের হাসপাতাল দ্রুত সকলের কাছে রক্তদানের আর্জি জানিয়েছে। কারণ, চিকিৎসার জন্য প্রচুর রক্ত প্রয়োজন।

আরও পড়ুন: ‘ব্ল্যাক ডেথ’ থেকে জন্ম আজকের কোয়ারেন্টাইনের!