Earthquake: পিছিয়ে যাচ্ছে সমুদ্র, আছড়ে পড়বে সুনামি! ৭.৬ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্পের পরই সতর্কতা জারি

Tsunami Warning: শক্তিশালী এই ভূমিকম্পে প্রায় গোটা দেশই কেঁপে ওঠে। বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আফটারশকও হতে পারে। বিশেষ করে মধ্য ও দক্ষিণ ফিলিপিন্সে ক্ষয়ক্ষতির আশঙ্কা। সুনামির সতর্কতাও জারি করা হয়েছে। ইতিমধ্যেই বাসিন্দাদের উপকূল এলাকা ছেড়ে উচু জায়গায় বা ভিতরের দিকে আশ্রয় নিতে বলা হয়েছে।

Earthquake: পিছিয়ে যাচ্ছে সমুদ্র, আছড়ে পড়বে সুনামি! ৭.৬ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্পের পরই সতর্কতা জারি
ফিলিপিন্সে ভূমিকম্প, পিছিয়ে যাচ্ছে সমুদ্র।Image Credit source: X

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 10, 2025 | 3:49 PM

ম্যানিলা: ফের ভয়ঙ্কর ভূমিকম্প ফিলিপিন্সে। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দ্বীপরাষ্ট্র। রিখটার  স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬। শক্তিশালী এই ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলি দ্রুত ফাঁকা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ফিলিপাইন ইন্সটিটিউট অব ভলকানোলজি অ্যান্জ সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসকেন্দ্র ছিল ফিলিপিন্স সাগরে ৫০ কিমি গভীরে। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে দাভাওয়ের মানায় শহরে জল ফুলে-ফেঁপে ওঠে।

শক্তিশালী এই ভূমিকম্পে প্রায় গোটা দেশই কেঁপে ওঠে। বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আফটারশকও হতে পারে। বিশেষ করে মধ্য ও দক্ষিণ ফিলিপিন্সে ক্ষয়ক্ষতির আশঙ্কা। সুনামির সতর্কতাও জারি করা হয়েছে। ইতিমধ্যেই বাসিন্দাদের উপকূল এলাকা ছেড়ে উচু জায়গায় বা ভিতরের দিকে আশ্রয় নিতে বলা হয়েছে।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের মূলকেন্দ্র থেকে ১৮৬ মাইলের মধ্যে সুনামি হতে পারে। ৩ মিটার উচ্চতা পর্যন্ত ভয়ঙ্কর ঢেউ উঠতে পারে। ইন্দোনেশিয়া ও পালাউ-তেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সকাল ৯টা ৪৩ মিনিট থেকে ১১টা ৪৩ মিনিটের মধ্যে প্রথম সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। কয়েক ঘণ্টা ধরে সুনামির প্রভাব চলবে।

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসের শেষেও ৬.৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল ফিলিপিন্সে। কেবুতে কমপক্ষে ৭৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছিলেন শতাধিক মানুষ। এবারের ভূমিকম্পও প্রাণঘাতী হতে পারে বলেই আশঙ্কা।