১৫ মিনিটে সত্যিই ঢাকা দখল সম্ভব! ভয় পাচ্ছে বাংলাদেশ, কট্টরপন্থী নেতা বললেন এই কথা…
Bangladesh: বাংলাদেশেও কট্টরপন্থার প্রয়োজন বলে দাবি করে তিনি বলেন, "সারা পৃথিবী কট্টরপন্থায় যাচ্ছে। প্রতিবেশী দেশও কট্টর। আর আপনারা সেকুলার সেকুলার বলছেন। এভাবে টিকতে পারবেন না। পরাধীন হয়ে যাবেন।"
![১৫ মিনিটে সত্যিই ঢাকা দখল সম্ভব! ভয় পাচ্ছে বাংলাদেশ, কট্টরপন্থী নেতা বললেন এই কথা... ১৫ মিনিটে সত্যিই ঢাকা দখল সম্ভব! ভয় পাচ্ছে বাংলাদেশ, কট্টরপন্থী নেতা বললেন এই কথা...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/12/Islamic-Leader-of-Bangladesh.jpg?w=1280)
ঢাকা: উত্তপ্ত বাংলাদেশ। সে দেশের কট্টরপন্থী নেতারা হুমকি দিয়েছেন যে কলকাতা, আগরতলা ও সেভেন সিস্টার্স দখল করবেন। পাল্টা জবাবে বিজেপি নেতা থেকে শুরু করে মালদহের সাধারণ মানুষের হুঙ্কার, সীমান্ত খুলে দিলে ১৫ মিনিটেই বাংলাদেশ দখল করে নেবেন। ভারতের এই হুঙ্কারে কি ভীত বাংলাদেশ? ইসলামিক ধর্মীয় প্রচারক আবদুল্লাহ বিন আব্দুর রজ্জাকের কথায়, “ভারতের এই হুমকিকে মজা ভেবে নেবেন না।”
সম্প্রতিই বাংলাদেশের একটি ইসলামিক ধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আব্দুর রজ্জাক বলেন, “আপনারা ভাবছেন ওরা (ভারতীয়) মজা করে বলছে, আপনারাও ফেসবুকে মজা করছেন।আসলেই ওরা কট্টরপন্থী। আমি নিজে ভারতে ছিলাম তিন বছর। আপনারা ভাবছেন, মজায় হয়তো বলছে যে এত মিনিটের মধ্যে ঢাকা দখল হয়ে যাবে। আসলে ওটা মজা নয়। ওরা এতটাই কট্টরভাবে অখণ্ড ভারতে বিশ্বাস করে।”
বহু ইউরোপিয়ান দেশে ডানপন্থীরা ক্ষমতায় আসছে, সেই উদাহরণ দিয়ে বাংলাদেশেও কট্টরপন্থার প্রয়োজন বলে দাবি করেন রজ্জাক। বলেন, “সারা পৃথিবী কট্টরপন্থায় যাচ্ছে। প্রতিবেশী দেশও কট্টর। আর আপনারা সেকুলার সেকুলার বলছেন। এভাবে টিকতে পারবেন না। পরাধীন হয়ে যাবেন। স্বাধীন থাকতে হলে কট্টর হতে হবে। এতে ভয় পাওয়া যাবে না। সমঝোতা করা যাবে না। সমঝোতা করা গোলামদের স্বভাব। ১৯০ বছর আমরা ব্রিটিশদের গোলামি করেছি, তাই এটা রক্তে রক্তে মিশে গিয়েছে।”
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে ভারতের শিক্ষা ব্যবস্থারও তুলনা করেন। বাংলাদেশের শিক্ষা নিয়ে আক্ষেপ প্রকাশ করে বলেন, “ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলি দেখুন। বেঙ্গালুরু দ্বিতীয় সিলিকন ভ্যালি। ওরা কঠোর পরিশ্রম করে এটা তৈরি করেছে। আর আমরা এই দল, ওই দল করে সময় নষ্ট করছি। যুব সমাজকে আরও পরিশ্রমী হতে হবে।”
![বিশেষ ২টো দিনে তুলসী গাছে ভুলেও দেবেন না জল, নইলেই 'বিপদ' বিশেষ ২টো দিনে তুলসী গাছে ভুলেও দেবেন না জল, নইলেই 'বিপদ'](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/On-which-day-we-should-not-give-water-to-tulsi-plant.jpg?w=670&ar=16:9)
![এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম কোনটি জানেন? রয়েছে ভারতেই এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম কোনটি জানেন? রয়েছে ভারতেই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Mawlynnong-is-Asias-cleanest-village-which-is-located-in-India.jpg?w=670&ar=16:9)
![প্রেম করে বিয়ে নয়, 'লিভিং অ্যাপার্ট টুগেদার' সম্পর্কে নতুন ট্রেন্ডে গা ভাসাচ্ছে নব প্রজন্ম প্রেম করে বিয়ে নয়, 'লিভিং অ্যাপার্ট টুগেদার' সম্পর্কে নতুন ট্রেন্ডে গা ভাসাচ্ছে নব প্রজন্ম](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Living-ApartTogethr-.jpg?w=670&ar=16:9)
![ভারতের এই জায়গায় ভুলেও যাবেন না, মৃত্যু নিশ্চিত! কেন জানেন? ভারতের এই জায়গায় ভুলেও যাবেন না, মৃত্যু নিশ্চিত! কেন জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/North-Sentinal-Iceland.jpg?w=670&ar=16:9)
![বিন্দাস পরুন জিন্স, কতদিন পর তা কাচা ভালো জানেন? বিন্দাস পরুন জিন্স, কতদিন পর তা কাচা ভালো জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/How-often-anyone-can-wear-Jeans-without-washing.jpg?w=670&ar=16:9)
![শরীরের এই স্থানে পারফিউম লাগালে সুগন্ধ 'উপচে' পড়বে শরীরের এই স্থানে পারফিউম লাগালে সুগন্ধ 'উপচে' পড়বে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Which-part-of-body-does-perfume-last-longer.jpg?w=670&ar=16:9)