হিন্দুরা আরও বিপদে! সনাতনী ধর্ম ত্যাগ করার হুঁশিয়ারি দিল বাংলাদেশের মৌলবাদী সংগঠন

Bangladesh Unrest: বাংলাদেশ তিসরাই ইনসাফ পার্টির নেতা মিনাজের মুখে ভারত বিদ্বেষী স্লোগান। কলকাতা, আগরতলা ও সেভেন সিস্টার্স দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন। হিন্দু বিদ্বেষী স্লোগানও দিয়েছেন অবিরাম।

হিন্দুরা আরও বিপদে! সনাতনী ধর্ম ত্যাগ করার হুঁশিয়ারি দিল বাংলাদেশের মৌলবাদী সংগঠন
মিরাজ প্রধানের হুমকি।Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Dec 08, 2024 | 9:01 AM

ঢাকা: মৌলবাদীদের দুঃসাহস বেড়েই চলেছে। হিন্দু ও সংখ্যালঘুদের উপরে চলছে লাগাতার অত্যাচার। সব দেখেও যেন চোখ বুজে রয়েছে ইউনূস সরকার। হিংসা, হামলা চালিয়েও শান্তি হয়নি, এবার হিন্দু পরিচয় কেড়ে নেওয়ার হুমকি। বাংলাদেশের প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে এই হুমকিই দিতে দেখা গেল কট্টরপন্থী নেতাকে।

বাংলাদেশ তিসরাই ইনসাফ পার্টির নেতা মিনাজের মুখে ভারত বিদ্বেষী স্লোগান। কলকাতা, আগরতলা ও সেভেন সিস্টার্স দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন। হিন্দু বিদ্বেষী স্লোগানও দিয়েছেন অবিরাম।

ঢাকার বাইতুল মসজিদের সামনে দাঁড়িয়েই মিনাজ প্রধান হুমকি দেন, “হিন্দুদের উচিত সনাতনী পরিচয় ত্যাগ করা। তাদের শুধুই বাংলাদেশী হিসেবে পরিচয় দেওয়া উচিত“। হুমকি শুনে জমা হওয়া জনতা উল্লাসে ফেটে পড়ে।

প্রসঙ্গত, গত ৫ অগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের উপরে অত্যাচার বেড়েই চলেছে। গত মাসেই রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে গ্রেফতার করা হয় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। এরপর আবার নতুন করে হিন্দু ও সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে। মারধর, জোর করে বাড়ি-জমি দখল করে নেওয়া, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ছাড় পাচ্ছে না ধর্মীয় স্থানগুলিও। ইসকন সহ একাধিক হিন্দু মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগের ছবিও সামনে এসেছে।