শেষ মুহূর্তে বাগদত্তা ছেড়ে যাওয়ায় নিজেকেই বিয়ে করলেন যুবক!

ডিয়োগো রাবেলো নামক ওই চিকিৎসক তাঁর প্রেমিকা ভিতো বুয়েনোর সঙ্গে গত বছর নভেম্বর মাসে বাগদান পর্ব সেড়ে ফেলেন। চলতি বছরের অক্টোবর মাসেই তাঁদের চারহাত এক হওয়ার কথা ছিল। জুলাই মাসে সাধারণ বাক-বিতণ্ডা থেকে জল অনেকদূর গড়িয়ে যায়, দীর্ঘ সম্পর্ক ভেঙে বেরিয়ে যান ডিয়োগোর হবু স্ত্রী।

শেষ মুহূর্তে বাগদত্তা ছেড়ে যাওয়ায় নিজেকেই বিয়ে করলেন যুবক!
বিয়ের পর একগাল হাসি নিয়ে পোজ় দিলেন ডিয়োগো। ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম
Follow Us:
| Updated on: Nov 27, 2020 | 1:54 PM

TV9 বাংলা ডিজিটাল: নিজের সবথেকে বড় সঙ্গী নিজেই। আর এই প্রবাদকেই মূলমন্ত্র করে ব্রাজিলের (Brazil) এক চিকিৎসক জাঁকজমক করে নিজেকেই বিয়ে করলেন। শুনে অবাক লাগলেও এটাই সত্যি।

আচমকা এমন অদ্ভুত সিদ্ধান্ত কেন নিলেন তিনি? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিয়োগো রাবেলো (Diogo Rabelo) নামক ওই চিকিৎসক তাঁর প্রেমিকা ভিতো বুয়েনো (Vitor Bueno)-র সঙ্গে গত বছর নভেম্বর মাসে বাগদান পর্ব (Engagement) সেড়ে ফেলেন। চলতি বছরের অক্টোবর মাসেই তাঁদের চারহাত এক হওয়ার কথা ছিল। বাধ সাধল ভাগ্য। জুলাই মাসে সাধারণ বাক-বিতণ্ডা থেকে জল অনেকদূর গড়িয়ে যায়, দীর্ঘ সম্পর্ক ভেঙে বেরিয়ে যান ডিয়োগোর হবু স্ত্রী।

বিয়ের সমস্ত আয়োজন হয়ে যাওয়ার পর যদি বাগদত্তা (Fiancee) ছেড়ে চলে যায়, কেমন লাগে বলুন? আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব সকলেই ভেবেছিল বিয়ের জন্য করা যাবতীয় বুকিং এবার বাতিল করে দিতে হবে। কিন্তু তাতে সম্মতি দেননি ডিয়োগো। ৩৩ বছর বয়সী এই চিকিৎসক ঠিক করেন পাত্রীর প্রয়োজন নেই, নিজেকেই বিয়ে করবেন তিনি।

পরিকল্পনা মতোই গত ১৭ অক্টোবর বাহিয়ার ইটাকেয়ারে একটি বিলাসবহুল রিসর্টে অত্যন্ত কাছের মানুষদের উপস্থিতিতে নিজের সঙ্গে বিয়েটা সেড়ে ফেলেন তিনি। করোনা ভাইরাস (Coronavirus) সংক্রমণের কারণে নিয়ম অনুযায়ী ৪০ জনের বেশি জনসমাগম সম্ভব নয়, তাই হাতে গোনা ৪০ জন নিয়েই শুভ অনুষ্ঠান সম্পন্ন হল খোলা আকাশের নীচে। এই দিনটিকে জীবনের অন্যতম খুশির একটি দিন বলেও অ্যাখ্যা দেন ডিয়োগো।

View this post on Instagram

Ao meu último amor: Nós sonhamos com este momento, era para ser o grande dia de nossas vidas. Até brincamos como se fosse o nosso “lugar secreto” (aquele lugar na praia, debaixo dos coqueiros), mas no meio do caminho você preferiu ficar e me deixar ir sozinho. Cá estou, honrando minha palavra. E mesmo assim eu ainda o respeito porque quero que você seja livre para ir aonde quiser e para ficar onde quiser. Como eu te amei! Amei muito e continuo te amando porque você é um cara incrível! E levo comigo todas as lembranças, tanto as boas quanto as pouquíssimas más, dos momentos em que estivemos juntos. Você foi um grande professor na minha vida. Com você aprendi o valor de uma pessoa. Você me mostrou o quanto sou especial e o quanto tenho de potencial para realizar meus sonhos, inclusive este: assumir o meu compromisso em me amar primeiro. Onde quer que você esteja, eu oro para que a felicidade esteja sempre contigo e a mão de Deus te carregue na mais profunda paz e segurança, que só Ele pode conceder. ?

A post shared by Dr Diogo Rabelo CRMSP 161208 (@drdiogorabelo) on

ইন্সটাগ্রামে (Instagram) বিয়ের ছবিগুলি পোস্ট করে তিনি বলেন,”আজ আমার জীবনের অন্যতম খুশির একটি দিন। আমি যাদের সবথেকে বেশি ভালোবাসি, তারাই রয়েছে আমার সঙ্গে। তাই যা ট্রাজেডি হতে পারত, তা কমেডিতে পরিণত হয়েছে।” যাঁরা কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিল, তাঁদের ধনব্যাদ জানিয়ে একটি পোস্ট করেন ডিয়োগো। পাশাপাশি নিজের প্রাক্তন প্রেমিকাকেও ধনব্যাদ জানাতে ভোলেননি তিনি। হাজার হোক তার জন্যেই তো নিজেকে বিয়ে করা সম্ভব হল। প্রাক্তন প্রেমিকার উদ্দেশ্যে তিনি লেখেন,”আমি চাই তুমি স্বাধীন থাকো, যেখানে মন চায় সেখানেই যাও, যেখানে থাকতে চাও, সেখানেই থাকো।”