করোনা জয়ীদের ভ্যাকসিনের ২ ডোজ় লাগবে না, দাবি সমীক্ষায়

সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা করোনাকে পরাজিত করেছেন তাঁদের ক্ষেত্রে ভ্যাকসিনের এক ডোজ় নেওয়ার পরই অন্য়দের সংক্রমিত করার ক্ষমতা থাকছে না।

করোনা জয়ীদের ভ্যাকসিনের ২ ডোজ় লাগবে না, দাবি সমীক্ষায়
প্রতীকী ছবি।
Follow Us:
| Updated on: Apr 19, 2021 | 4:48 PM

লস এঞ্জেলস: নোভেল জয়ীদের ক্ষেত্রে করোনা রুখবে ভ্যাকসিনের (COVID Vaccine) এক ডোজ়ই। এমনই দাবি লস এঞ্জেলসের সমীক্ষায়। সেখানকার কেডারাস-সিনাই মেডিক্যাল সেন্টার এক হাজার জনের ওপর একটি পরীক্ষা চালিয়ে এই তথ্য পেয়েছে। গবেষণার প্রধান সুসান চেঙ জানিয়েছেন, করোনা জয়ীরা ভ্যাকসিনের এক ডোজ়েই মারণ ভাইরাসকে কাবু করতে পারছেন।

সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা করোনাকে পরাজিত করেছেন তাঁদের ক্ষেত্রে ভ্যাকসিনের এক ডোজ় নেওয়ার পরই অন্য়দের সংক্রমিত করার ক্ষমতা থাকছে না। অর্থাৎ যাঁদের ওপর এই সমীক্ষা হয়েছিল, তাঁদের দ্বারা অফিসের অন্যান্য সহকর্মীরা আক্রান্ত হননি। সেখান থেকেই গবেষণায় দাবি, করোনা জয়ীদের ক্ষেত্রে ভ্যাকসিনের এক ডোজ়েই কামাল হতে পারে। মূলত মডার্না ও ফাইজ়ারের ভ্যাকসিনের ক্ষেত্রেই এই ১ ডোজ়ের প্রসঙ্গ জানিয়েছেন গবেষকরা।

তবে বিশেষজ্ঞদের মতে, এই বিষয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন। এখনই নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে বেশ কয়েকজন বিশেষজ্ঞ এ-ও জানিয়েছেন, কেউ যখন করোনাকে পরাজিত করেন, তখন তাঁর শরীরে করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। সেখান থেকে এক ডোজ়ে করোনা বিরুদ্ধে প্রতিরোধ গড়ার বিষয়টি যথাযথ হতে পারে।

এর আগে অ্যাস্ট্রাজ়েনেকার ভ্যাকসিনের ক্ষেত্রে একাধিক সমীক্ষায় জানা গিয়েছিল, দুই ডোজ়ের মধ্যে ব্যবধান বাড়ালে ভ্যাকসিন দ্রুত কাজ করে। সেই মতো ভারতেও ভ্যাকসিনের ব্যবধান বাড়ানো হয়েছে। তবে টিকাকরণ হলেও দেশে করোনা সংক্রমণ রোখা যাচ্ছে না। হু হু করে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৮১০ জন। প্রাণ হারিয়েছেন ১,৬১৯ জন। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫০ লক্ষ ৬১ হাজার ৯১৯। এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১৯ লক্ষ ২৯ হাজার ৩২৯।

আরও পড়ুন: করোনা কাঁটায় ফের ভারত সফর বাতিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর