Bangladesh: তিন মাসেই খসে পড়েছে মুখোশ, ইউনূস সরকারের মেয়াদ খতম?

Muhammad Yunus: পালাবদলের চার মাস পূর্ণ হয়েছে। বিএনপি সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই তিতিবিরক্ত হয়ে উঠেছে। তারা চাইছে দ্রুত নির্বাচন।

Bangladesh: তিন মাসেই খসে পড়েছে মুখোশ, ইউনূস সরকারের মেয়াদ খতম?
মহম্মদ ইউনূস।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 08, 2024 | 9:45 AM

ঢাকা: হাসিনা সরকারের পতন হয়েছে ৫ অগস্ট। তারপর ৮ অগস্ট বাংলাদেশে তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বে। কিন্তু সেই সরকার তো নির্বাচিত সরকার নয়। গণতান্ত্রিক দেশ কীভাবে নির্বাচিত সরকার ছাড়াই পরিচালিত হতে পারে? এই প্রশ্ন উঠেছে বারবার। মহম্মদ ইউনূস নিজেও বলেছেন, এই সরকার অস্থায়ী। তাহলে কবে হবে বাংলাদেশের সাধারণ নির্বাচন? শীঘ্রই বিদায় নিতে চলেছে ইউনূস সরকার। এমনটাই ইঙ্গিত দিলেন অন্তর্বর্তী সরকারেরই এক উপদেষ্টা।

পালাবদলের চার মাস পূর্ণ হয়েছে। বিএনপি সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই তিতিবিরক্ত হয়ে উঠেছে। তারা চাইছে দ্রুত নির্বাচন। অন্তর্বর্তী সরকারের  শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রকের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদও সেই নির্বাচনের ইঙ্গিতই দিলেন। শনিবারই তিনি একটি অনুষ্ঠানে বলেন, “আমাদের সরকার স্বল্পমেয়াদের। ব্যক্তিগতভাবে মনে করি, আগামী বছরেই রাজনৈতিক নির্বাচিত সরকার দেখব আমরা।”

প্রসঙ্গত, আওয়ামি লীগ সরকারের পতনের পর মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলেও, শুরু থেকেই বিএনপি জাতীয় নির্বাচন নিয়ে চাপ তৈরি করে আসছে। নির্বাচনে গড়িমসি দেখে বিএনপি নেতাদের এ কথা বলতেও শোনা গিয়েছে, ইউনূস সরকার একবার ক্ষমতার স্বাদ পেয়ে আর ছাড়তে চাইছে না। নির্বাচন নিয়ে কোনও আগ্রহই নেই তাদের।

অন্যদিকে, অন্তর্বর্তী সরকার সাফ জানিয়েছে, বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কারের পরই এই সরকার বিদায় নেবে। তার আগে নয়। নির্বাচনের আগে দেশে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার দরকার। তবে সেই সংস্কার কতটুকু হবে, তা রাজনৈতিক দলগুলির উপরেই নির্ভর করছে।