Face Mask: দূরপাল্লার বিমান যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা উচিত: হু

বর্তমানে চিনে ওমিক্রনের যে সাব ভ্যারিয়ান্ট XBB.1.5 সংক্রমণ ছড়াচ্ছে, সেটি খুবই সংক্রামক বলে স্বাস্থ্য আধিকারিকদের দাবি। চিনের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেও এই সাব ভ্যারিয়ান্ট সংক্রমণ ছড়াচ্ছে।

Face Mask: দূরপাল্লার বিমান যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা উচিত: হু
বিমান যাত্রীদের মাস্ক বাধ্যতামূলক হওয়া উচিত। ছবি: ফেসবুক।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2023 | 8:48 PM

বেজিং: চিন সহ বিভিন্ন দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে কোভিড। চিন ফেরত যাত্রীদের বিমানবন্দরে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ। এই পরিস্থিতিতে এবার বিমান যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করার প্রস্তাব দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

হু-র ইউরোপিয়ান আধিকারিক বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে জামান, কোভিড সংক্রমণ এড়াতে যে কোনও জায়গা থেকে আগত দূরপাল্লার বিমানের যাত্রীদের মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করার সুপারিশ দেওয়া উচিত। হু-র ইউরোপের সিনিয়ার এমার্জেন্সি আধিকারিক ক্যাথেরিন স্মলউড বলেন, “অন্য দেশে পৌঁছনোর আগে কোভিড-পরীক্ষা করা উচিত এবং যদি এই পদক্ষেপ মেনে নেওয়া হয় তাহলে যাত্রীদের মধ্যে বৈষম্যমূলক আচরণ বন্ধ হওয়া উচিত।” তবে একথার অর্থ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত যাত্রীদের কোভিড পরীক্ষা করার প্রস্তাব নয় বলেই জানিয়েছেন হু আধিকারিক।

প্রসঙ্গত, গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ চিন থেকে আগত সমস্ত যাত্রীদের বিমানবন্দরে কোভিড পরীক্ষা এবং মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করেছিল। যা নিয়ে ক্ষোভে গর্জে উঠেছিল বেজিং। যদিও চিনে কোভিড সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ার ঘটনা সত্য বলে দাবি জানিয়েছেন হু থেকে বিশিষ্ট বিজ্ঞানীরা।

বর্তমানে চিনে ওমিক্রনের যে সাব ভ্যারিয়ান্ট XBB.1.5 সংক্রমণ ছড়াচ্ছে, সেটি খুবই সংক্রামক বলে স্বাস্থ্য আধিকারিকদের দাবি। চিনের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেও এই সাব ভ্যারিয়ান্ট সংক্রমণ ছড়াচ্ছে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী কোভিড মহামারী শুরু হওয়ার পর বিমান যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। মাস্ক ছাড়া কোনও যাত্রীকে বিমানে ওঠা দূরস্ত, বিমানবন্দরে প্রবেশে কড়া নিষেধাজ্ঞা ছিল। অবশেষে গত বছরের শেষার্ধ থেকে বিশ্বজুড়ে কোভিডের প্রকোপ কমতে শুরু করে এবং জনজীবন স্বাভাবিক হয়। ফলে কোভিড নিষেধাজ্ঞাও শিথিল করা হয়। তারপর বিভিন্ন ক্ষেত্রে কোভিড বিধি-নিষেধ শিথিল হওয়ার পাশাপাশি বিমানবন্দর ও বিমান যাত্রীদেরও উপরেও করোনা নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া হয়। মাস্ক পরা থেকে বিমানবন্দরে কোভিড পরীক্ষা করা ধীরে-ধীরে বন্ধ হয়ে। তারপর গত নভেম্বরে বিমানযাত্রীদের মুখে মাস্ক পরার নিষেধাজ্ঞাও শিথিল করা হয়। কিন্তু, নতুন করে চিন সহ কয়েকটি দেশে করোনা ভয় ধরাতে শুরু করায় ফের দূরপাল্লার বিমান যাত্রীদের মাস্ক পরা উচিত বলে মনে করছে বিশ্ব  স্বাস্থ্য সংস্থা।