Sri Lanka: অর্থনীতিকে চাঙ্গা করার বড় সুযোগ, দক্ষিণ এশিয়ার প্রথম ডিজনিল্যান্ড তৈরি হতে পারে এখানে…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 24, 2022 | 12:37 PM

Sri Lanka Disneyland: শ্রীলঙ্কার সামনে আর্থিক দুর্দশা কাটিয়ে ওঠার বড় সুযোগ এল। জানা গিয়েছে, শ্রীলঙ্কা সরকারের সঙ্গে ডিজনিল্যান্ড কর্তৃপক্ষের আলোচনা হতে পারে। হামবানতোতায়  দক্ষিণ এশিয়ার প্রথম ডিজনিল্যান্ড তৈরির প্রস্তাব দেওয়া হবে।

Sri Lanka: অর্থনীতিকে চাঙ্গা করার বড় সুযোগ, দক্ষিণ এশিয়ার প্রথম ডিজনিল্যান্ড তৈরি হতে পারে এখানে...
ডিজনিল্যান্ড।

Follow Us

কলম্বো: আর্থিক দুর্দশায় ধুঁকছে শ্রীলঙ্কা। কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে দেশ। বিক্ষোভ, অশান্তির আগুন জ্বলছেই। বিশ্ব ব্যাঙ্কের তরফেও  ডুবন্ত এই অর্থনীতিকে চাঙ্গা করার সুযোগ পেল শ্রীলঙ্কা। সূত্রের খবর, বিনোদন পার্ক খোলা নিয়ে ডিজনিল্যান্ডের সঙ্গে কথা চলছে শ্রীলঙ্কার। হামবানতোতায় এই ডিজনিল্যান্ড তৈরি হতে পারে। যদি শ্রীলঙ্কায় এই ডিজনিল্য়ান্ড তৈরি হয়, তবে দক্ষিণ এশিয়ায় এটিই প্রথম ডিজনির বিনোদন পার্ক হতে চলেছে।

আর্থিক সঙ্কটে ডুবে থাকা শ্রীলঙ্কার অবস্থা কিন্তু সবসময় এরকম ছিল না। পর্যটনের উপরই নির্ভর করত এই দেশের অর্থনীতি। কিন্তু বিনা পরিকল্পনায় আর্থিক অনুদান ঘোষণা ও চিনের কাছে বিপুল পরিমাণ ঋণ নেওয়ার কারণেই চরম আর্থিক সঙ্কটের মুখে পড়ে শ্রীলঙ্কা। ফুরিয়ে যায় দেশের অর্থ, খাদ্য় ভাণ্ডার। জ্বালানির জন্য়ও হা পিত্য়েশ করে বসে থাকতে হয়েছিল সাধারণ মানুষকে। এই সঙ্কটময় পরিস্থিতি থেকে শ্রীলঙ্কাকে উদ্ধার করতে ভারত বেশ কয়েক দফায়, ক্রেডিট লাইনের মাধ্যমে খাদ্য ও জ্বালানি সাহায্য পাঠানো হয়।

এবার শ্রীলঙ্কার সামনে আর্থিক দুর্দশা কাটিয়ে ওঠার বড় সুযোগ এল। জানা গিয়েছে, শ্রীলঙ্কা সরকারের সঙ্গে ডিজনিল্যান্ড কর্তৃপক্ষের আলোচনা হতে পারে। হামবানতোতায়  দক্ষিণ এশিয়ার প্রথম ডিজনিল্যান্ড তৈরির প্রস্তাব দেওয়া হবে। জানা গিয়েছে, শ্রীলঙ্কার হামবানতোতায় বোপিতিয়া বিনোদন পার্ক তৈরি করা হবে। মালয়শিয়া ও কোরিয়ার বিনিয়োগে এই পার্ক তৈরি করা হবে। লিজের ভিত্তিতে ১৫০ কোটি একর জমির উপরে এই বিনোদন পার্ক তৈরি করা হবে।

শ্রীলঙ্কার মন্ত্রী ডায়না গামাজও সম্প্রতি জানিয়েছিলেন, শ্রীলঙ্কায় বিনোদন পার্ক খোলার জন্য ডিজনিল্য়ান্ডের সঙ্গে কথা চলছে।   যদি সত্যিই শ্রীলঙ্কায় ডিজনি তাদের বিনোদন পার্ক খোলে, তবে এটি বিপুল পরিমাণ দর্শক আকর্ষণ করবে। এর ফলে শ্রীলঙ্কার আর্থিক অবস্থারও উন্নতি হবে।

Next Article