Viral Video: সেনার পোশাকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েই বাজাচ্ছেন ভায়োলিন, ইউক্রেন শিল্পীতে মুগ্ধ নেটদুনিয়া

ভিডিয়োয় দেখা গিয়েছে, বনদারেঙ্কো নামের ওই ব্যক্তি রয়েছেন সেনার পোশাকে। এক মাঠের মধ্যেই দাড়িয়ে রয়েছেন তিনি।

Viral Video: সেনার পোশাকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েই বাজাচ্ছেন ভায়োলিন, ইউক্রেন শিল্পীতে মুগ্ধ নেটদুনিয়া
ভায়োলিন বাজাচ্ছে ইউক্রেন সেনা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2022 | 9:00 AM

কিয়েভ: ইউক্রনে সাত মাস ধরে হামলা চালাচ্ছে রাশিয়া। দুর্দিনে দেশের পাশে দাঁড়িয়ে ইউক্রেন সেনার পাশাপাশি সাধারণ নাগরিকরাও হাতে অস্ত্র তুলে নিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রের মানুষই রাশিয়ার হামলা ঠেকাতে যুদ্ধে সামিল হয়েছেন। ইউক্রেনের সে রকমই এক মিউজিয়ান যোগ দিয়েছিলেন যুদ্ধে। সেনার পোশাকে যুদ্ধক্ষেত্রেই রয়েছেন তিনি। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েই ভায়োলিন বাজিয়েছেন তিনি। সেই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তা দেখে দেশের দুর্দিনে যুদ্ধে নামা ওই মিউজিশিয়ানকে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।

ইউক্রেনের অভ্যন্তরীন বিষয়ক মন্ত্রী অ্যান্টন গেরাশেঙ্কো নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন সেই ভিডিয়ো। শনিবার সেই ভিডিয়ো শেয়ার করার পর তা দেখা হয়েছে প্রায় সাড়ে চার লক্ষ বার। সেই ভিডিয়ো শেয়ার করে অ্যান্টন লিখেছেন, “স্ট্রিট মিউজিশিয়ান মইজে বনদারেঙ্কো এখন সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। যুদ্ধের ফ্রন্টলাইনে থাকার সময়ই ভায়োলিন বাজিয়েছেন তিনি। শুনে দেখুন কী সুন্দর সেই সুর।”

ভিডিয়োয় দেখা গিয়েছে, বনদারেঙ্কো নামের ওই ব্যক্তি রয়েছেন সেনার পোশাকে। এক মাঠের মধ্যেই দাড়িয়ে রয়েছেন তিনি। মাঠেই দাঁড়িয়ে ভায়োলিন বাজাচ্ছেন তিনি। সেই সুর সঙ্গীত প্রিয়দের মন নিশ্চিত ভাবে মুগ্ধ করবে।

সেই ভিডিয়ো দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। কেউ বলেছেন, অসাধারণ ভায়োলিন বাজান তিনি। যুদ্ধেক্ষেত্রে দাঁড়িয়ে ভায়োলিন বাজানোর সাহস দেখানোয় তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।