দেশের এক নম্বর নিউজ নেটওয়ার্ক TV9 গোষ্ঠীর চ্যানেল TV9 Bangla পুরস্কৃত করবে সেরা বাংলা সিরিয়াল এবং OTT সিরিজকে। চোখ ধাঁধানো এক অনুষ্ঠানে ছোট পর্দার বিনোদন জগতের সেরাদের হাতে তুলে দেওয়া হবে 'TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড 2023'। বাংলা নিউজ চ্যানেলের দুনিয়ায় এমন আয়োজন এই প্রথম।
কী ভাবে বাছা হবে সেরাদের? টেলিভিশন, থিয়েটার, সঙ্গীত ও বিনোদন জগতের প্রথিতযশা ব্যক্তিত্বদের নিয়ে গঠিত হবে বিচারকমণ্ডলী। তাঁরাই বেছে নেবেন গুণমানে সেরা, জনপ্রিয়তায় শীর্ষে থাকা টেলিভিশন সিরিয়াল, OTT শো-গুলিকে এবং তাদের অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীদের। টেলি সিরিয়াল এবং OTT-- দুই ক্ষেত্রেই বিভিন্ন বিভাগে থাকবে সেরার পুরস্কার।
নক্ষত্র-খচিত সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রুপোলি পর্দা এবং বিনোদন জগতের রথীমহারথীরা। অনুষ্ঠান আকর্ষণীয় হয়ে উঠবে এই সময়ের খ্যাতনামা তারকাদের মনোজ্ঞ সঙ্গীত ও নৃত্যে।
দেশের এক নম্বর নেটওয়ার্কের অংশ TV9 বাংলার পথচলা শুরু ২০২১ সালের ১৪ জানুয়ারি। বাজারে দীর্ঘদিনের শক্তিশালী প্রতিপক্ষ থাকা সত্ত্বেও অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে আসন পাকা করে ফেলেছে TV9 বাংলা।
শুধু তা তাই নয়, তথ্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতাকে হাতিয়ার করে দর্শকদের প্রথম পছন্দ হয়ে উঠেছে এই চ্যানেল। 'নিউজ সিরিজ', 'আপনার খবর', 'না বললেই নয়', ‘স্ট্রেট কাট’, ‘ঠোঁট কাটা’-এর মতো অনুষ্ঠানের কথা মুখে মুখে ফেরে এখন।