বিধাননগরে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের সমর্থনে প্রচার সারলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার তিনি বলেন, 'মমতা দিদি কেবল ভাইপোকে নিয়ে চিন্তিত। রক্তাক্ত উত্তরবঙ্গ। আমি আজই ঘুরে এসেছি। বাংলাতেই বিজেপির আত্মপ্রকাশ। কংগ্রেস ও সিপিএম বহিরাগত। একবার বিজেপির সরকারকে নির্বাচন করুন, কথা দিচ্ছি, ওই পার থেকে একটা চুলও আসবে না। অনুপ্রবেশ নিয়ে বিপর্যস্ত
xভিড় এড়ানোর বিষয়টি নিশ্চিত করতে জন্য যাবতীয় দায়িত্ব নিতে হবে জেলাশাসক এবং রাজ্যের নির্বাচনী আধিকারিককে। যদি কোথাও করোনা বিধি ভঙ্গ হয়, তার জন্য ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকবেন জেলাশাসক ও রাজ্য নির্বাচন আধিকারিক।