AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন সেরা ১০ বোলারকে দেখা যাবে?

আর সপ্তাহ খানেক। তারপরই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কা যৌথ আয়োজক। কুড়ি-বিশের এই বিশ্বকাপে বিস্ফোরক ব্যাটিংয়ের অপেক্ষায় সব ব্যাটারই। তাঁদের দৌরাত্ম আটকাতে বোলাররা তৈরি রাখছেন নানা অস্ত্র। স্লোয়ার বাউন্সার, ওয়াইড ইয়র্কার, গতির হেরফের, স্পিনের ঝলক--- সবই থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন সেরা ১০ বোলারকে দেখা যাবে?

| Edited By: | Updated on: Jan 29, 2026 | 6:20 PM
Share
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ১০ বোলারদের মধ্য়ে প্রথম সারিতেই থাকবেন বরুণ চক্রবর্তী। মিস্ট্রি স্পিনার পলকে বদলে দিতে পারেন খেলার রঙ। গত কয়েক মাসে সাদা বলের দুটো ফর্ম্যাটেই দুরন্ত ছন্দে রয়েছেন। তবে টি-টোয়েন্টিতে তিনি বরাবরই ঘাতক বোলার। নাইট রাইডার্সের ক্রিকেটার বিশ্বকাপে ভারতের সেরা অস্ত্র হতে চলেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ১০ বোলারদের মধ্য়ে প্রথম সারিতেই থাকবেন বরুণ চক্রবর্তী। মিস্ট্রি স্পিনার পলকে বদলে দিতে পারেন খেলার রঙ। গত কয়েক মাসে সাদা বলের দুটো ফর্ম্যাটেই দুরন্ত ছন্দে রয়েছেন। তবে টি-টোয়েন্টিতে তিনি বরাবরই ঘাতক বোলার। নাইট রাইডার্সের ক্রিকেটার বিশ্বকাপে ভারতের সেরা অস্ত্র হতে চলেছেন।

1 / 10
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা বোলারদের তালিকায় রাখা হল পাকিস্তানের আবরার আহমেদকে। উপমহাদেশে বিশ্বকাপ। তার উপর আবার তিনি লেগস্পিনার। ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ অভিষেক হয় আবরারের। তিনি পাকিস্তান দলের একজন গুরুত্বপূর্ণ বোলার। দলকে বল হাতে টানবেন, এমন আশাও করছেন সমর্থকরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা বোলারদের তালিকায় রাখা হল পাকিস্তানের আবরার আহমেদকে। উপমহাদেশে বিশ্বকাপ। তার উপর আবার তিনি লেগস্পিনার। ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ অভিষেক হয় আবরারের। তিনি পাকিস্তান দলের একজন গুরুত্বপূর্ণ বোলার। দলকে বল হাতে টানবেন, এমন আশাও করছেন সমর্থকরা।

2 / 10
টি-টোয়েন্টি বিশ্বকাপ সেরা বোলারদের তালিকায় থাকবেন অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়ার লেগস্পিনার বহু পরীক্ষায় সসম্মানে পাশও করেছেন। অজি দলের হয়ে ১০০টিরও বেশি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে  জাম্পার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সেরা বোলারদের তালিকায় থাকবেন অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়ার লেগস্পিনার বহু পরীক্ষায় সসম্মানে পাশও করেছেন। অজি দলের হয়ে ১০০টিরও বেশি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে জাম্পার।

3 / 10
আদিল রশিদ সেরা বোলারদের তালিকায় ছ'নম্বরে থাকবেন। ইংলিশ লেগস্পিনারের প্রচুর অভিজ্ঞতা। দীর্ঘদিন খেলছেন দেশের হয়ে। ছোট ফর্ম্যাটের বিশ্বকাপেও দলের ভরসা রশিদ। শুধু তাই নয়, ইংল্যান্ডের হয়ে দু'বার বিশ্বকাপও জিতেছেন। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারীও। আদিলে ভরসা থাকবে দলের।

আদিল রশিদ সেরা বোলারদের তালিকায় ছ'নম্বরে থাকবেন। ইংলিশ লেগস্পিনারের প্রচুর অভিজ্ঞতা। দীর্ঘদিন খেলছেন দেশের হয়ে। ছোট ফর্ম্যাটের বিশ্বকাপেও দলের ভরসা রশিদ। শুধু তাই নয়, ইংল্যান্ডের হয়ে দু'বার বিশ্বকাপও জিতেছেন। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারীও। আদিলে ভরসা থাকবে দলের।

4 / 10
২০২৬ বিশ্বকাপে অন্য়তম সেরা বোলার হতে পারেন জ্যাকব ডাফি। নিউজিল্যান্ডের ফাস্ট বোলার। ২০২০ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ডাফির। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। যে কারণে এই বিশ্বকাপে তিনি সাফল্য পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

২০২৬ বিশ্বকাপে অন্য়তম সেরা বোলার হতে পারেন জ্যাকব ডাফি। নিউজিল্যান্ডের ফাস্ট বোলার। ২০২০ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ডাফির। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। যে কারণে এই বিশ্বকাপে তিনি সাফল্য পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

5 / 10
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিস সফল হতে পারেন। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর বৈচিত্র্যময় বোলিংয়ের জন্য পরিচিত। ২০২১ সালে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করে বিশ্বরেকর্ড গড়েন এলিস। চেন্নাই সুপার কিংসে নিয়মিত খেলার দরুণ উপমহাদেশের পিচ ও পরিবেশ সম্পর্কেও ওয়াকিবহাল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিস সফল হতে পারেন। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর বৈচিত্র্যময় বোলিংয়ের জন্য পরিচিত। ২০২১ সালে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করে বিশ্বরেকর্ড গড়েন এলিস। চেন্নাই সুপার কিংসে নিয়মিত খেলার দরুণ উপমহাদেশের পিচ ও পরিবেশ সম্পর্কেও ওয়াকিবহাল।

6 / 10
টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখাতে পারেন আর এক স্পিনার রশিদ খান। আফগানিস্তানের সেরা অস্ত্রও তিনি। লেগস্পিনার টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বিশ্বের অন্য়তম সেরা বোলার। গতির হেরফের থেকে চকিত স্পিন, সবই আছে তাঁর তূণে। আফগানিস্তানকে যদি কুড়ি-বিশের ফর্ম্যাটে চমক দেখাতে হয়, রশিদকে বল হাতে সফল হতে হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখাতে পারেন আর এক স্পিনার রশিদ খান। আফগানিস্তানের সেরা অস্ত্রও তিনি। লেগস্পিনার টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বিশ্বের অন্য়তম সেরা বোলার। গতির হেরফের থেকে চকিত স্পিন, সবই আছে তাঁর তূণে। আফগানিস্তানকে যদি কুড়ি-বিশের ফর্ম্যাটে চমক দেখাতে হয়, রশিদকে বল হাতে সফল হতে হবে।

7 / 10
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ১০এর তালিকায় তিনে থাকবেন ওয়ানিন্দু হাসরাঙ্গা। শ্রীলঙ্কান লেগস্পিনার উপমহাদেশের মাটিতে বল হাতে বিপক্ষকে চাপে ফেলে দিতে পারেন। ওয়ান ডে-তে দ্রুততম ১০০০ রানের পাশাপাশি ১০০ উইকেট শিকারী। ঘরের মাঠে বিশ্বকাপ খেলবেন। হাসারাঙ্গাই শ্রীলঙ্কার সেরা বাজি হতে পারেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ১০এর তালিকায় তিনে থাকবেন ওয়ানিন্দু হাসরাঙ্গা। শ্রীলঙ্কান লেগস্পিনার উপমহাদেশের মাটিতে বল হাতে বিপক্ষকে চাপে ফেলে দিতে পারেন। ওয়ান ডে-তে দ্রুততম ১০০০ রানের পাশাপাশি ১০০ উইকেট শিকারী। ঘরের মাঠে বিশ্বকাপ খেলবেন। হাসারাঙ্গাই শ্রীলঙ্কার সেরা বাজি হতে পারেন।

8 / 10
ভারত ও শ্রীলঙ্কায় বিশ্বকাপ। স্পিনারদের দাপট যেমন থাকবে, পেসাররাও ক্যারিশমা দেখাবেন। ভারতের জসপ্রীত বুমরাকে তালিকার তিনে রাখতেই হবে। তীব্র গতি, চকিত ইয়র্কারের জন্য টি-টোয়েন্টি ক্রিকেটে বারবার সাফল্য পান। বিশ্বকাপে সাফল্য পেতে বুমরার দিকে তাকিয়ে থাকবে ভারত।

ভারত ও শ্রীলঙ্কায় বিশ্বকাপ। স্পিনারদের দাপট যেমন থাকবে, পেসাররাও ক্যারিশমা দেখাবেন। ভারতের জসপ্রীত বুমরাকে তালিকার তিনে রাখতেই হবে। তীব্র গতি, চকিত ইয়র্কারের জন্য টি-টোয়েন্টি ক্রিকেটে বারবার সাফল্য পান। বিশ্বকাপে সাফল্য পেতে বুমরার দিকে তাকিয়ে থাকবে ভারত।

9 / 10
ভারতের মাটিতে খেলতে না তারা। শ্রীলঙ্কাতেই দেখা যাবে সব ম্যাচ খেলতে। পাকিস্তানকে নিয়ে বিতর্ক যতই থাকুক, যে কোনও টিমকে চমকে দিতে পারে। গ্রিন আর্মির বাঁ হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি ফর্মে থাকলে কাজটা আরও সহজ হবে পাকিস্তানের। গতির পাশাপাশি সুইংয়ের মাস্টার। ইদানীং আবার ব্যাট হাতেও দ্রুত রান তুললে পারেন আফ্রিদি।

ভারতের মাটিতে খেলতে না তারা। শ্রীলঙ্কাতেই দেখা যাবে সব ম্যাচ খেলতে। পাকিস্তানকে নিয়ে বিতর্ক যতই থাকুক, যে কোনও টিমকে চমকে দিতে পারে। গ্রিন আর্মির বাঁ হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি ফর্মে থাকলে কাজটা আরও সহজ হবে পাকিস্তানের। গতির পাশাপাশি সুইংয়ের মাস্টার। ইদানীং আবার ব্যাট হাতেও দ্রুত রান তুললে পারেন আফ্রিদি।

10 / 10
১৬৩ ধারার মধ্যেই নাজিরাবাদে যাচ্ছেন শুভেন্দু, অনুমতি আদালতের
১৬৩ ধারার মধ্যেই নাজিরাবাদে যাচ্ছেন শুভেন্দু, অনুমতি আদালতের
আনন্দপুরে অগ্নিকাণ্ডে মৃত্যু কতজনের? উত্তর নেই ৩ দিনেও
আনন্দপুরে অগ্নিকাণ্ডে মৃত্যু কতজনের? উত্তর নেই ৩ দিনেও
'সাহস মনে গুলি চালানো নয়', বড় বার্তা বিদায়ী ডিজি রাজীব কুমারের
'সাহস মনে গুলি চালানো নয়', বড় বার্তা বিদায়ী ডিজি রাজীব কুমারের
ট্রাঙ্ক মাথায় নিয়ে শুনানিকেন্দ্রে হাজির বৃদ্ধ, খুঁজে নিতে বললেন নথি
ট্রাঙ্ক মাথায় নিয়ে শুনানিকেন্দ্রে হাজির বৃদ্ধ, খুঁজে নিতে বললেন নথি
আনন্দপুরে বেঁচে ফিরেছেন যিনি, দেখা করলেন অশোক দিন্দা
আনন্দপুরে বেঁচে ফিরেছেন যিনি, দেখা করলেন অশোক দিন্দা
আনন্দপুরে কীভাবে পোড়া দেহ 'পাচার' হচ্ছে? ফাঁস করলেন শুভেন্দু!
আনন্দপুরে কীভাবে পোড়া দেহ 'পাচার' হচ্ছে? ফাঁস করলেন শুভেন্দু!
কৃষক-মৎসজীবীদের জন্য সুবিধা করবে এই নয়া চুক্তি, বোঝালেন প্রধানমন্ত্রী
কৃষক-মৎসজীবীদের জন্য সুবিধা করবে এই নয়া চুক্তি, বোঝালেন প্রধানমন্ত্রী
SIR ইস্যু নিয়ে এবার দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক, কী প্ল্যান তাদের?
SIR ইস্যু নিয়ে এবার দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক, কী প্ল্যান তাদের?
বাংলা পাচ্ছে তিনটি নতুন রেলপথ, কোন কোন রুটে সুবিধা হবে?
বাংলা পাচ্ছে তিনটি নতুন রেলপথ, কোন কোন রুটে সুবিধা হবে?
১ হাজার কোটির ব্যাঙ্ক জালিয়াতি, ছুটে এল সিবিআই
১ হাজার কোটির ব্যাঙ্ক জালিয়াতি, ছুটে এল সিবিআই