Nitish Kumar On Being PM Candidate : সদ্য় অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতীশ কুমার। এবার তিনি পুনরায় স্পষ্ট জানিয়ে দিলেন, ২০২৪ সালে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতী করবেন না তিনি।
বৃহস্পতিবার (১১ অগস্ট) সন্ধ্যায় দক্ষিণ দিল্লির মালব্যনগরের এক বাজার এলাকায় ২৫ বছর বয়সী এক হোটেল ম্যানেজমেন্টের ছাত্রকে প্রকাশ্যে একের পর এক ছুরির কোপে হত্যা করেছে পাঁচ দুষ্কৃতী। শুক্রবার এমনটাই জানিয়েছে স্থানীয় পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ধরা পড়েছে এলাকার এক সিসিটিভি ক্যামেরায়।
শুক্রবার (১২ অগস্ট) গুজরাটের এক কংগ্রেস বিধায়কের জামাতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা দায়ের করল পুলিশ। তাঁর বিরুদ্ধে এসইউভির ধাক্কায় ৩ মহিলা-সহ ৬ জনকে হত্যার অভিযোগ রয়েছে।
Tejaswi Yadav To Meet Sonia Gandhi : বুধবার মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ কুমার ও তেজস্বী যাদব। এরপর আজ সনিয়ার সঙ্গে দেখা করতে দিল্লি যাচ্ছেন তেজস্বী।
2000 Live cartridges recovered in Delhi : শুক্রবার দিল্লি থেকে উদ্ধার হয়েছে ২০০০ টি কার্তুজ। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতারও করা হয়েছে।
Pawan Verma: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা দিয়েছেন পবন বর্মা। এই সংক্রান্ত একটি টুইটও করেছেন তিনি।
Gujarat Student Bribe: জানা গিয়েছে, মধ্যবিত্ত পরিবারের ওই পড়ুয়া পরীক্ষার জন্য প্রস্তুতি নিলেও, প্রশ্নপত্র কঠিন হতে পারে ভেবে ভয় পেয়ে গিয়েছিল। সেই কারণেই টাকা দেওয়ার চেষ্টা করেছিল পরীক্ষককে।
Nitish Kumar: অন্যদিকে শীর্ষ বিজেপি নেতৃত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিহার বিধানসভার স্পিকার এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন।
Bihar Politics: এনডিএ জোট ভাঙার পরই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার। এরপরই তিনি সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে ফোন করেছিলেন বলে জানা গিয়েছে। কয়েক মিনিটের ফোনালাপে তিনি ধন্যবাদই জানিয়েছিলেন কংগ্রেসের সমর্থনের জন্য।
PC George: ২০১৭ সালে ধর্ষিত হওয়া ওই অভিনেত্রী সম্পর্কে কেরল জনপক্ষম দলের নেতা পিসি জর্জ বলেন, "ওই ধর্ষণকাণ্ডের পর বেশি উপকৃত হয়েছেন অভিনেত্রীই।"
Tejashwi Yadav: র্যাচেল গোডিনহোর প্রেমে পড়া ও বাড়িতে বিয়ের কথা কীভাবে বললেন, এই প্রশ্নের উত্তরে বিহারের নতুন উপমুখ্যমন্ত্রী বলেন, "যখন আমি বুঝতে পারি যে জীবনসঙ্গী হিসাবে আমি যাকে খুঁজছি, তা র্যাচেলই। তখন আর দেরি করিনি।"
J&K Terrorist Attack: গতকাল জম্মুর কাছে সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা চালানোর প্রচেষ্টার পরই রাতে ফের জঙ্গি হামলায় উপত্যকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় এলাকা ঘিরে ফেলা হয়েছে।
Himachal Flyover Collapsed: জানা গিয়েছে, ওই উড়ালপুলটি ৫ নম্বর জাতীয় সড়কের উপরে অবস্থিত চার লেনের কালকা-সিমলা সুড়ঙ্গের সঙ্গে যুক্ত হয়। পর্যটকদের ভিড়ে সর্বদাই উড়ালপুল ও রাস্তায় যানজট লেগে থাকে।
Gwalior: বাবার বাড়িতে গেলে মহিলাকে সাবু খেতে দেওয়া হয়। কপালে ছাইয়ের তিলক কেটে দেওয়া হয়। এরপরই অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি।
Rafale Fighter Jets: ১৬ হাজার ৬০০ কিলোমিটারের এই দীর্ঘ পথ অতিক্রম করার মাঝেই তামিলনাড়ুর সুলুরে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে টেকনিক্যাল স্টপওভারের অনুমতি চায় ফ্রান্সের যুদ্ধবিমান। বায়ুসেনার তরফে তার অনুমতিও দেওয়া হয়।
Tejashwi Yadav: বাকি বিরোধী দলগুলির মতো তেজস্বী যাদবও অভিযোগ করেন যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি বিজেপির নিজস্ব সেল হিসাবে কাজ করছে। তবে তিনি ইডি বা সিবিআইকে ভয় পান না বলেই জানান।
Nirmala Sitharaman: পঞ্জাবের পর আপের নজর এবার মোদী গড় গুজরাটে। চলতি বছরের শেষে ভোট রয়েছে সেখানে। এদিকে ভোট বৈতরণী পার করে মসনদে বসতে ইতিমধ্যে বড় প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন আপ প্রধান অরবিন্দ কেজরীবাল।
বৃহস্পতিবার (১১ অগস্ট) সন্ধ্যায় গুজরাটের জামনগরের এক হোটেলে বড় মাপের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ভিতরে অনেকে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ভয়াবহ বৃষ্টিতে ফের বিপর্যস্ত হিমাচল প্রদেশ। বুধবার রাত থেকে অতিবৃষ্টিতে জায়গায় জায়গায় হড়পা বান এবং ধসের জেরে দুজনের মৃত্যু হয়েছে এবং বহু দোকান ভেসে গিয়েছে। বিভিন্ন জেলার জন্য কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।