শুধুমাত্র এক শিল্পীর তবলা বাজানো শুনতে, তাঁকে দেখতে হাজার হাজার মানুষ লাইন দিচ্ছেন— এই বিষয়টি সম্ভব করেছিলেন যিনি, তিনি জ়াকির হুসেন। কিন্তু কীভাবে? উস্তাদ আল্লারাখার মত বাবার নামের পাশে নিজের নাম প্রতিষ্ঠা করা কি চারটি খানি কথা? কীভাবে তবলার সঙ্গে নিজের নামকে সমার্থক করলেন জাকির হুসেন? কীভাবে তাঁর সতীর্থদের স্মৃতি জুড়ে শুধুই তাঁর হাসিমুখের ছাপ?