AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TV9 Bangla Digital

TV9 Bangla Digital

TV9 Bangla Editors - TV9 Bangla

bangladigital@tv9.com
Follow On:
নন্দীগ্রামে খসড়া ভোটার তালিকায় কত নাম বাদ?

নন্দীগ্রামে খসড়া ভোটার তালিকায় কত নাম বাদ?

একুশের নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। সেখানে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে পরাজিত করেছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। সেই নন্দীগ্রাম আসনে খসড়া ভোটার তালিকায় কতজনের নাম বাদ পড়বে? এই নিয়ে রাজনৈতিক মহলেও কৌতহূল ছিল। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেল নন্দীগ্রামে বাদ পড়েছে ১০ হাজার ৫৫৩ জনের নাম। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর ভোটকেন্দ্র নন্দনায়ক প্রাইমারি স্কুল। বিধানসভার বিরোধী দলনেতার বুথে ১১ জনের নাম বাদ গিয়েছে। এর মধ্যে ৬ জন মৃত, ৪ জন স্থানান্তরিত ভোটার, আর একজন নাম তোলেননি। 

শুটিংয়ে হাতে চোট পেলেন নায়ক জিত্‍, আপাতত বন্ধ শুটিং, জানুন বিস্তারিত

শুটিংয়ে হাতে চোট পেলেন নায়ক জিত্‍, আপাতত বন্ধ শুটিং, জানুন বিস্তারিত

বেশ কিছুদিন ধরেই 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত' ছবির শুটিং নিয়ে বেজায় ব্য়স্ত হয়ে রয়েছেন সুপারস্টার জিত্‍। গত পরশু শুটিং সেটে দুর্ঘটনা ঘটে। যার জেরে হাতে চোট পান নায়ক। এই সপ্তাহ জুড়ে শুটিং হওয়ার কথা ছিল। তবে শুটিং পিছিয়ে যেতে পারে। এই বিষয়ে বিস্তারিত জানতে পরিচালক পথিকৃত্‍ বসুর সঙ্গে যোগাযোগ করা হলেও, উত্তর পাওয়া যায়নি। তাই ঠিক কী ঘটেছে, কবে থেকে আবার শুটিং শুরু হবে, তা বুঝতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

SIR in Bengal: প্রায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ, খসড়া তালিকা থেকে আর কোন কোন তথ্য় উঠে আসছে?

SIR in Bengal: প্রায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ, খসড়া তালিকা থেকে আর কোন কোন তথ্য় উঠে আসছে?

SIR: কমিশনের ওয়েবসাইটে গিয়ে চেক করলেই যে কেউ দেখতে নিতে পারবেন তার নাম রয়েছে না বাদ দিয়েছে। দিতে হবে এপিক নম্বর। পাশাপাশি বাদের খসড়া তালিকা ধরে আলাদা একটি লিস্টও দিয়েছে কমিশন। সূত্রের খবর, সাতদিন পর থেকে শুনানি শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

গোপনে আলিয়াকে কী দেখালেন ভিকি? মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল ছবি

গোপনে আলিয়াকে কী দেখালেন ভিকি? মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল ছবি

এই বিশেষ মুহূর্ত আবারও প্রমাণ করল, পর্দার বাইরেও ভিকি ও আলিয়ার বন্ধুত্ব কতটা গভীর। সেই মুহূর্তই এখন অনুরাগীদের হাতে হাতে ভাইরাল। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার দাপটের কারণে এখন সেলিব্রিটিরা সহজে তাঁদের সদ্যজাতর ছবি প্রকাশ্যে আনেন না।

৩০ লক্ষ ভোটারকে ডাকা হবে, আপনার নাম নেই তো?

৩০ লক্ষ ভোটারকে ডাকা হবে, আপনার নাম নেই তো?

Election Commission: সোমবার থেকেই খসড়া তালিকা বিএলও-দের হাতে তুলে দিয়েছে কমিশন। যে কোনও প্রকার ভুল-ভ্রান্তি তাঁরা যাতে আগেই ধরে ফেলতে পারেন এবং পুনরায় গোটা তালিকাটি যাচাই করে নিতে পারেন, সেই উদ্দেশ্যেই রাজ্যেও বিএলও-দের হাতে আগাম খসড়া তালিকা তুলে দিয়েছে নির্বাচন কমিশন।

শুনানি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা BLO-দের

। কমিশনের নির্দেশ, আজ থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে নিয়মিত বুথে বসতে হবে বিএলও-দের। ১৫ জানুয়ারি পর্যন্ত রোজ তাঁদের বুথে বসতে হবে। ১৫ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা।

মৃতের তালিকায় নাম ডানকুনির TMC কাউন্সিলরের

খসড়া তালিকা বেরিয়েছে। কিন্তু তাতে মৃতের তালিকায় নাম খোদ কাউন্সিলরের। নিজেই নিজের সৎকার্য করতে শ্মশানে পৌঁছলেন সেই কাউন্সিলর। ক্ষোভ উগরে দিলেন নির্বাচন কমিশনের ওপর। হুগলির ডানকুনির এই ঘটনায় স্বাভাবিকভাবে আজকের আবহে শোরগোল ফেলে দিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়েছে কমিশন।

SIR-র খসড়া লিস্ট বেরনোর পরই হেল্পডেস্ক BJP-র

এসআইআরের খসড়া তালিকায় আপনার নাম না থাকলে আপনাকে ডেকে পাঠাবে ইলেকশন কমিশন। এ তো আপনি জানেনই। নাম রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে বিজেপি খুলল হেল্প ডেস্ক

খসড়া তালিকা প্রকাশের আগেই তৃণমূল তালিকা প্রকাশ করল?

খসড়া তালিকা প্রকাশের আগেই তৃণমূল তালিকা প্রকাশ করল?

আবার ওই এলাকায় খসড়া তালিকা প্রকাশের আগেই নাম বাদ যেতে পারে এমন সম্ভাব‍্য তালিকা প্রকাশ করছে তৃণমূল।  বিএলও কেন ক্যাম্প করেছেন? কেন আবার নথি জমা নেওয়া হচ্ছে ? কেনই বা খসড়া তালিকা প্রকাশের আগে লিস্ট টাঙানো হল?

১৫ জানুয়ারি পর্যন্ত রোজ বুথে বসতে হবে BLO-দের: কমিশন

১৫ জানুয়ারি পর্যন্ত রোজ বুথে বসতে হবে BLO-দের: কমিশন

BLO: শুনানিতে কাদের ডাক পড়বে, সেটাও জানাবেন বিএলও-রাই। এদিন থেকেই ভোটার তালিকার হার্ড কপি দেওয়া হয়ে গিয়েছে। বিডিও অফিস থেকে সেই হার্ড কপি সংগ্রহ করতে ভিড় জমাচ্ছেন বিএলওরা।  বিএলএ-দের কাছ থেকেও গিয়ে জেনে নিতে পারবেন, আপনার নাম রয়েছে কিনা!

Suvendu Adhikari: অরূপের ইচ্ছায় মমতার ‘সম্মতি’, শুভেন্দু বললেন, ‘১৫ বছরে এই প্রথম গাড়ি ঘোরালেন মুখ্যমন্ত্রী’

Suvendu Adhikari: অরূপের ইচ্ছায় মমতার ‘সম্মতি’, শুভেন্দু বললেন, ‘১৫ বছরে এই প্রথম গাড়ি ঘোরালেন মুখ্যমন্ত্রী’

Suvendu Adhikari On Arup Biswas: অরূপ বিশ্বাস যে নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চান, সে কথা আবার সামনে আনেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। তাঁর বক্তব্য, "মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন।" কিন্তু গত শনিবার যে ধরনের পরিস্থিতি স্টেডিয়ামে তৈরি হয়েছিল, তাতে বিতর্ক এখনও এড়ানো যায়নি। কারণ সেদিন খোদ মুখ্যমন্ত্রীই স্টেডিয়ামে ঢুকতে পারেননি। পরিস্থিতি যা তৈরি হয়েছিল, তাতে রীতিমতো গাড়ি ঘুরিয়ে ফেরত যেতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে।

শেষ মুহূর্তে মেসির অনুষ্ঠান ছেড়ে দেন মীর? জানুন বিস্তারিত

শেষ মুহূর্তে মেসির অনুষ্ঠান ছেড়ে দেন মীর? জানুন বিস্তারিত

শহরে মেসির অনুষ্ঠানে সঞ্চালনা করার কথা ছিল মীরের। টলিপাড়ায় চর্চা, তাঁর সঙ্গে কথাবার্তা এগিয়ে গিয়েছিল অনেকটা। তবে মীরের নাকি মনে হয়েছিল, পেশাদারিত্বের অভাব রয়েছে। সেই কারণে নাকি একপ্রকার শেষ মুহূর্তেই অনুষ্ঠানটা করবেন না, এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। মীরের কাছে এই ঘটনার সত্যতা জানার জন্য তাঁকে ফোন করা হয়েছিল। তবে নামী সঞ্চালককে ফোনে পাওয়া যায়নি।