তিলোত্তমা কাণ্ডে ন্যায় বিচার চেয়ে পথে নেমেছেন টলিপাড়ার তারকারা। নিজেদের গানের শো পিছিয়ে দিয়েছেন শ্রেয়া ঘোষাল, জয় সরকার-লোপামুদ্রা মিত্র-সহ অনেকেই । এমনকি নিজের শো পিছিয়ে ছিলেন গায়ক শিলাজিত্ মজুমদার। আগামী ১৪ সেপ্টেম্বর এই অনুষ্ঠান হওয়ার কথা। নতুন করে গায়কের শো-এর তারিখ জানানোর পরেই ক্ষেপে উঠেছে গায়কের শ্রোতার একাংশ।