হরিয়ানার আফটার শকে কাঁপল উত্তর প্রদেশও! কংগ্রেসকে জোর ধাক্কা অখিলেশের
Uttar Pradesh by-polls 2024: ভূমিকম্পের পর যেমন একাধিক আফটারশক বিপদ আরও বাড়ায়, হরিয়ানা নির্বাচনে হতাশাজনক পারফরম্যান্সের পর কংগ্রেসেরও অবস্থা হল তেমেনই। মুখ পুড়ল উত্তর প্রদেশেও। লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে যে শরিক দলের সবথেকে ভাল সেলাই হয়েছিল, সেটি ছিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। কিন্তু, হরিয়ানার ফল সেই সেলাইও সম্ভবত দুর্বল করে দিল।