মাসে ১৮০০০ টাকা ভাতা পাবেন পুরোহিত-গ্রন্থীরা, ভোটের আগেই ঘোষণা কেজরীর
Delhi Assembly Election 2025: এ দিন অরবিন্দ কেজরীবাল পূজারী গ্রন্থী সম্মান যোজনার ঘোষণা করেন। তিনি জানান, ফের রাজধানীর ক্ষমতায় এলে, আপ সরকার হিন্দু মন্দিরের পূজারী ও শিখ গুরুদ্বারের গ্রন্থীদের মাসিক ১৮ হাজার টাকা ভাতা দেওয়া হবে।