AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samsung Galaxy S26: উন্নত ক্যামেরা থেকে দারুণ হার্ডওয়্যার, স্যামসংয়ের নতুন ফোনের দাম কি বাড়বে?

Samsung Flagship Mobile Phone: দক্ষিণ কোরিয়ার এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী গ্যালাক্সি এস ২৬, গ্যালাক্সি এস ২৬ প্লাস ও গ্যালাক্সি এস ২৬ আল্ট্রা; এই তিনটি মডেলই লঞ্চের জন্য প্রায় তৈরি। তবে এবার দামের ক্ষেত্রে কিছুটা ধাক্কা লাগতে পারে আপনার পকেটে। দক্ষিণ কোরিয়ার মুদ্রায় ৪৪ হাজার থেকে ৮৮ হাজার ওন পর্যন্ত দাম বাড়তে পারে।

Samsung Galaxy S26: উন্নত ক্যামেরা থেকে দারুণ হার্ডওয়্যার, স্যামসংয়ের নতুন ফোনের দাম কি বাড়বে?
Samsung S26 Ultra, দেখেছেন?
| Updated on: Jan 29, 2026 | 2:56 PM
Share

স্যামসংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ হল তাদের এস সিরিজ। আর এই বছর বাজারে আসতে চলেছে স্যামসংয়ের গ্যালাক্সি এস ২৬ সিরিজের ফোন। একাধিক রিপোর্ট ও লিক হওয়া ছবি থেকে এই ফোনের সম্পর্কে একটা আইডিয়া ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে হয়তও আমেরিকার সান ফ্রান্সিসকোতে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে পারে এই স্মার্টফোন সিরিজের।

দক্ষিণ কোরিয়ার এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী গ্যালাক্সি এস ২৬, গ্যালাক্সি এস ২৬ প্লাস ও গ্যালাক্সি এস ২৬ আল্ট্রা; এই তিনটি মডেলই লঞ্চের জন্য প্রায় তৈরি। তবে এবার দামের ক্ষেত্রে কিছুটা ধাক্কা লাগতে পারে আপনার পকেটে। দক্ষিণ কোরিয়ার মুদ্রায় ৪৪ হাজার থেকে ৮৮ হাজার ওন পর্যন্ত দাম বাড়তে পারে। যদিও আমেরিকা বা ভারতের বাজারে শুরুতে পুরনো দামই রাখা হতে পারে। তবে, প্রোমো অফারের শর্তেই হয়তও রাখা হবে এই দাম।

কিন্তু এই দাম বাড়ছে কেন? আসলে, গ্যালাক্সি এস ২৬ আল্ট্রাতে হার্ডওয়্যারে বিরাট আপগ্রেডের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ ছাড়াও এর পিছনে রয়েছে র‍্যাম ও ন্যান্ড স্টোরেজের দাম বৃদ্ধি ও ফোনের প্রয়োজনীয় প্রসেসর এবং অন্যান্য চিপসেটের দাম বেড়ে যাওয়ায় দাম বাড়তে পারে এই ফোনের।

হার্ডওয়্যারের দিক থেকে সবচেয়ে আলোচনায় রয়েছে গ্যালাক্সি এস ২৬ আল্ট্রা। এতে নতুন এম ১৪ ওলেড ডিসপ্লে যেমন থাকবে, তেমনই থাকবে দারুণ ব্যাটারি, ৬০ ওয়াট ফাস্ট চার্জিং। এ ছাড়াও ক্যামেরার অ্যাপার্চারও অনেক উন্নত হতে চলেছে। ফলে কম আলোতেও দারুণ ছবি তুলবে এই ফোন। সব মিলিয়ে একটা জায়গাতেই সমস্যা। স্যামসং এই বাড়তি খরচ নিশ্চয় নিজের পকেট থেকে দেবে না। আর সেই কারণেই দাম বাড়তে পারে এই ফোনের। তবে, এই বিষয়ে নিশ্চয়তা মিলবে ফোন উন্মোচন হলেই।