AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Union Budget 2026: লক্ষ্য ইউনিয়ন বাজেট, কোন কোন স্টক দৌড়বে জানেন কি?

Nirmala Sitharaman, Union Budget 2026: আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর তার আগে এবার ব্রোকারেজ ও ফাইন্যান্সিয়াল সংস্থা অ্যাক্সিস সিকিওরিটিজ একাধিক শেয়ার নিয়ে ভবিষ্যদ্বাণী করল।

| Updated on: Jan 21, 2026 | 4:19 PM
Share
সামনেই বাজেট। আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর তার আগে এবার ব্রোকারেজ ও ফাইন্যান্সিয়াল সংস্থা অ্যাক্সিস সিকিওরিটিজ একাধিক শেয়ার নিয়ে ভবিষ্যদ্বাণী করল।

সামনেই বাজেট। আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর তার আগে এবার ব্রোকারেজ ও ফাইন্যান্সিয়াল সংস্থা অ্যাক্সিস সিকিওরিটিজ একাধিক শেয়ার নিয়ে ভবিষ্যদ্বাণী করল।

1 / 9
বিশেষজ্ঞরা বলছেন, ক্যাপিটাল এক্সপ্যান্ডিচার বা ক্যাপেক্স ক্রমশ বাড়তে থাকায় ব্যাঙ্কিং সেক্টর একটা অ্যাডভান্টেজ পাবে। সেই ক্ষেত্রে এসবিআই, এইচডিএফসি ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা ও আইসিআইসিআই ব্যাঙ্ক তার সুবিধা পেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ক্যাপিটাল এক্সপ্যান্ডিচার বা ক্যাপেক্স ক্রমশ বাড়তে থাকায় ব্যাঙ্কিং সেক্টর একটা অ্যাডভান্টেজ পাবে। সেই ক্ষেত্রে এসবিআই, এইচডিএফসি ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা ও আইসিআইসিআই ব্যাঙ্ক তার সুবিধা পেতে পারে।

2 / 9
একই রকম সুবিধা পাবে দেশের পরিকাঠামো সেক্টরও। বিশেষজ্ঞরা আশা করছেন এই সেক্টরে ১০ থেকে ১৫ শতাংশ ক্যাপিটাল এক্সপ্যান্ডিচার বৃদ্ধি করবে। এর ফলে ভাল ফলের আশা করছে আল্ট্রাটেক সিমেন্ট, ডালমিয়া ভারত, জেকে সিমেন্ট ও অম্বুজা সিমেন্ট।

একই রকম সুবিধা পাবে দেশের পরিকাঠামো সেক্টরও। বিশেষজ্ঞরা আশা করছেন এই সেক্টরে ১০ থেকে ১৫ শতাংশ ক্যাপিটাল এক্সপ্যান্ডিচার বৃদ্ধি করবে। এর ফলে ভাল ফলের আশা করছে আল্ট্রাটেক সিমেন্ট, ডালমিয়া ভারত, জেকে সিমেন্ট ও অম্বুজা সিমেন্ট।

3 / 9
দেশের ফার্মা ও হেলথকেয়ার ইন্ডাস্ট্রি আশা করছে এই বাজেট থেকে তারা একাধিক অর্থনৈতিক সাপোর্ট পাবে। আর সেই আশায় বাড়তে পারে সান ফার্মা ও অ্যাপোলো হসপিটালের মতো শেয়ারের দাম।

দেশের ফার্মা ও হেলথকেয়ার ইন্ডাস্ট্রি আশা করছে এই বাজেট থেকে তারা একাধিক অর্থনৈতিক সাপোর্ট পাবে। আর সেই আশায় বাড়তে পারে সান ফার্মা ও অ্যাপোলো হসপিটালের মতো শেয়ারের দাম।

4 / 9
আসন্ন বাজেটে টুরিজম ও হস্পিটালিটি সেক্টরও গ্রোথ আশা করছে। কারণ দেশের একাধিক ছোট শহরে একাধিক নতুন হোটেল খুলছে। আর তেমন হলে টাটার ইন্ডিয়ান হোটেল সহ অন্যান্য সংস্থা লাভবান হবে।

আসন্ন বাজেটে টুরিজম ও হস্পিটালিটি সেক্টরও গ্রোথ আশা করছে। কারণ দেশের একাধিক ছোট শহরে একাধিক নতুন হোটেল খুলছে। আর তেমন হলে টাটার ইন্ডিয়ান হোটেল সহ অন্যান্য সংস্থা লাভবান হবে।

5 / 9
আসন্ন বাজেটে টেলিকম সেক্টর লাইসেন্স ফি কমার আশা করছে। আর তাই যদি হয় তাহলে লাভবান হবে এই সেক্টরের সংস্থাগুলো। এতে নজরে থাকবে এয়ারটেলের মতো সংস্থা।

আসন্ন বাজেটে টেলিকম সেক্টর লাইসেন্স ফি কমার আশা করছে। আর তাই যদি হয় তাহলে লাভবান হবে এই সেক্টরের সংস্থাগুলো। এতে নজরে থাকবে এয়ারটেলের মতো সংস্থা।

6 / 9
রুপো, তামা ও জিঙ্কের মতো ধাতুর ঘরোয়া উৎপাদন বৃদ্ধিতে জোর দিচ্ছে কেন্দ্র। আর তার প্রভাব পড়তে পারে বাজেটে। সেই ক্ষেত্রে দাম বাড়বে টাটা স্টিল, নালকো ও হিন্দালকোর মতো সংস্থার শেয়ারের।

রুপো, তামা ও জিঙ্কের মতো ধাতুর ঘরোয়া উৎপাদন বৃদ্ধিতে জোর দিচ্ছে কেন্দ্র। আর তার প্রভাব পড়তে পারে বাজেটে। সেই ক্ষেত্রে দাম বাড়বে টাটা স্টিল, নালকো ও হিন্দালকোর মতো সংস্থার শেয়ারের।

7 / 9
ইতিমধ্যে কমেছে আয়কর। কমেছে ছোটগাড়িতে জিএসটি। ফলে, গাড়ি শিল্পও আশা করতে পারে কিছুটা বৃদ্ধির। সেই ক্ষেত্রে দাম বাড়তে পারে মারুতি সুজুকি, টিভিএস মোটরস, আইখার মোটরস, বাজাজ অটো ও অশোক লেল্যান্ডের।

ইতিমধ্যে কমেছে আয়কর। কমেছে ছোটগাড়িতে জিএসটি। ফলে, গাড়ি শিল্পও আশা করতে পারে কিছুটা বৃদ্ধির। সেই ক্ষেত্রে দাম বাড়তে পারে মারুতি সুজুকি, টিভিএস মোটরস, আইখার মোটরস, বাজাজ অটো ও অশোক লেল্যান্ডের।

8 / 9
এ ছাড়াও এই বাজেটে কেমিক্যাল ও সারের সেক্টরে কিছু রিফর্মের আশা করছে। আর তেমন হলে দাম বাড়তে পারে এই সেক্টরের শেয়ারের। দাম বাড়তে পারে ধনুকা অ্যাগ্রিটেক ও পিআই ইন্ডাস্ট্রিজের শেয়ারের।

এ ছাড়াও এই বাজেটে কেমিক্যাল ও সারের সেক্টরে কিছু রিফর্মের আশা করছে। আর তেমন হলে দাম বাড়তে পারে এই সেক্টরের শেয়ারের। দাম বাড়তে পারে ধনুকা অ্যাগ্রিটেক ও পিআই ইন্ডাস্ট্রিজের শেয়ারের।

9 / 9