ইউনিয়ন বাজেট 2025
প্রতি বছরের মতো চলতি বছরের ১ ফেব্রয়ারিদেশের জন্য সাধারণ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
বাজেট পেশের আগেই অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্র্রীয় মন্ত্রিসভা। যার হাত ধরে ন্যূনতম বেতন বা বেসিক পে বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এছাড়াও হোম লোনের সুদের হারে পরিবর্তন, নতুন সংস্থাদের জন্য কর্পোরেট শুল্কের হার কমানো, এমনকি রেলের বাজেট বৃদ্ধির মতো বড় বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রক, এমনটাই অনুমান ওয়াকিবহাল মহলের।
প্রতি বছরের মতো চলতি বছরও ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের তরফে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট পেশ করবেন। মোদী সরকারের তৃতীয় দফার প্রথম পূর্ণাঙ্গ বাজেট এটি। ফলে স্বাভাবিকভাবেই এই বাজেট ঘিরে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রত্যাশা রয়েছে। আয়করের ছাড় ঘোষণা থেকে গৃহঋণে সুদে ছাড়, কর্পোরেট শুল্কের হার কমানোর প্রত্যাশা রাখছে সাধারণ মানুষ। রেল সহ একাধিক ক্ষেত্রে বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।