ঘুম ভাঙলেই খবর, শুতে যাওয়ার সময়ও খবর- খবরের খবরদারি করতে ভীষণ ভালবাসি। শুরু থেকেই ডিজিটাল মাধ্যমে রয়েছি। তাই হয়ত, দেশ-বিদেশের খবর হাতের মুঠোয়। রাজনীতির অলিন্দে ঢুঁ মারতে বেশ লাগে। বোঝার চেষ্টা করি কূটনীতির কূটকচালি কিংবা বিদেশনীতির আড়াইচাল। খবরের ফাঁকে নিজের খবরও রাখি। ট্রেন্ডিং সব কিছুর শখ রয়েছে। ঝোঁক রয়েছে হাতের কাজেও। ভ্রমণপিপাসু আবার ঘরকুনোও।