18 January 2024

প্রাক্তন সৌরভ করলেন বিয়ে, অনিন্দিতা গেলেন ফুকেত

Credits: Social Media

TV9 Bangla

ফটো ডাম্প করেছেন অভিনেত্রী অনিন্দিতা বসু। তিনি বেড়াতে গিয়েছিলেন তাইল্যান্ডের সামুদ্রিক শহর ফুকেতে। সেখানেই কিছু সময় কাটিয়েছেন অভিনেত্রী।

১৫ ডিসেম্বর বিয়ে করেছেন অনিন্দিতার প্রাক্তন প্রেমিক সৌরভ দাস। তিনি বিয়ে করেছেন অভিনেত্রী দর্শনা বণিককে। 

তারপরই নাকি ফুকেতে চলে গিয়েছিলেন অনিন্দিতা। তাইল্যান্ডের এই সুন্দর সমুদ্র শহরে কিছুটা সময় নিজের সঙ্গে কাটিয়েছিলেন অভিনেত্রী। 

সেই ছবিও তিনি পোস্ট করেছিলেন নিজের সোশ্যাল মিডিয়ায়। এবং ক্যাপশনে লিখেছিলেন, "ফটো ডাম্প।"  

তারপরই এক নেটিজ়েন কমেন্টে লিখেছেন, "ওনার এক্সেরা দেখি সব সময় ওনার পোস্টে লাইক দেয়, তাহলে এরা একে-অপরকে ছেড়ে চলে যায় কেন, আমার মাথায় আসেনা? এত ভাল লাগলে থেকে যায় না কেন?"

অনিন্দিতা প্রথমে বিয়ে করেছিলেন উত্তমকুমারের নাতি গৌরভ চট্টোপাধ্যায়কে। তারপর সেই সম্পর্ক ভেঙে যায়। 

গৌরবের সঙ্গে ডিভোর্সের পর অনিন্দিতা সম্পর্কে জড়ান পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে। তাঁকে বিয়ে করেন অনিন্দিতা।

তারপর সেই বিয়েটাও ভাঙে। এরপর অনিন্দিতা সম্পর্কে জড়ান সৌরভ দাসের সঙ্গে। কিন্তু বিয়ে না, সৌরভ-অনিন্দিতা লিভ-ইন সম্পর্কে ছিলেন। তাঁরা একটি অ্যাপার্টমেন্টও কিনেছিলেন।