পুজোর আগে দই মাখলেই উজ্জ্বল ত্বক গ্যারান্টি
21 September 2023
দই প্রোটিন, ক্যালশিয়াম, ভিটামিন ডি ও প্রোবায়োটিকের সমৃদ্ধ উৎস। খাওয়ার পাশাপাশি দই মুখে মাখলেও উপকার পাওয়া যায়।
দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে। এটি যেমন ত্বককে অকাল বার্ধক্যের হাত থেকে প্রতিরোধ এবং ত্বককে করে তোলে কোমল।
দইয়ের মধ্যে অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ব্রণ দূর করতে সাহায্য করে। ব্রণপ্রবণ ও তৈলাক্ত ত্বকে টক দই মাখতে পারেন।
ত্বকের জেল্লা বাড়ানোর পাশাপাশি টক দই র্যাশ, ফুসকুড়ি, ব্রণর সমস্যা কমাতে সাহায্য করে। কীভাবে ব্যবহার করবেন, দেখে নিন।
ত্বকের উপর টক দই ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। টক দইয়ের মধু মিশিয়ে মুখে মাখুন। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।
ট্যান দূর করতে বেসন ও হলুদের সঙ্গে টক দই মিশিয়ে মাখুন। ৩০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই উবতান ত্বকের জেল্লা ফিরিয়ে আনবে।
বেসনের সঙ্গে টক দই মিশিয়ে মাখলে ত্বকের যাবতীয় দাগছোপও উধাও হবে। পাশাপাশি ডার্ক সার্কেলের দূর করে দেবে টক দই।
মুখের পাশাপাশি চুলেরও যত্ন নেয় টক দই। ডিমের সঙ্গে দই মিশিয়ে মাখলে চুলের টেক্সচার উন্নত হয় এবং চুলের সমস্যা কমে।
আরও পড়ুন