14 January 2024

'টুয়েলফথ ফেল' মেধাই নাকি রণবীরের 'ভাবি ৩'

TV9 Bangla

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় বিধু বিনোদ চোপড়া পরিচালিত ছবি 'টুয়েলফথ ফেল'। সেই ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেন মেধা শঙ্কর।

চম্বলের ছেলে মনোজ কুমার শর্মার আইপিএস হওয়ার লড়াইয়ের কাহিনি বলেছে এই ছবি। সত্যি গল্প অবলম্বনে তৈরি হয় এই ছবি।

মনোজের চরিত্রে অভিনয় করেন বিক্রান্ত মাসি। এবং তাঁর প্রেমিকা শ্রদ্ধার চরিত্রে দেখা যায় অভিনেত্রী মেধা শঙ্করকে।

এই ছবিতে অভিনয় করে ন্যাশনাল ক্রাশে পরিণত হয়েছেন মেধা। সোশ্যাল মিডিয়ায় ২৩৮% বেড়েছে তাঁর অনুগামী সংখ্যা।

এর পর কী? কোন কাজে মন বসাবেন মেধা? অভিনেত্রী জানিয়েছেন, তিনি ভাল কাজের অপেক্ষায় আছেন। 

কোন পুরুষ অভিনেতার সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন তিনি? একটুও সময় নষ্ট না করে সেই অভিনেতার নাম নিয়েছেন অভিনেত্রী। 

তিনি জানিয়েছেন, অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে আগামীদিনে জুটি হিসেবে কাজ করার স্বপ্ন দেখেন তিনি। 

মেধার এই উত্তর জানার পরই অনুগামীরা বলেছেন, তা হলে তিনিই হবেন 'ভাবি ৩'। 'অ্যানিম্যাল' ছবিতে 'ভাবি ২' ছিলেন তৃপ্তি দিমরি।