ঋষি কাপুরের সহ-অভিনেত্রী ছিলেন নিতু কাপুর। অভিনয় করতে গিয়েই প্রেমের সম্পর্ক তৈরি হয় তাঁদের এবং তারপরই বিয়ে করেন তাঁরা।
কাপুর পরিবারের বউ হওয়ার কারণে অভিনয় থেকে অনেক দূরে থাকতে হয়েছিল নিতুকে। বিয়ের পর এক অদ্ভুত শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল নিতুর উপর।
কাপুর পরিবারের অলিখিত নিয়ম ছিল--পরিবারের কোনও মেয়েই নাকি অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। কেবল পরিবারের মেয়েরা নন, পরিবারের বধূদের উপরেও চাপানো হয়েছিল এই শর্ত।
ফলে নিতু থেকে শুরু করে ববিতা--কাপুর পরিবারের ছেলেদের বিয়ে করার পরই তাঁদের ত্যাগ করতে হয়েছে অভিনয় কেরিয়ার।
নিতু কাপুরকেও সেই একই প্রথা মেনে চলতে হয়েছে অনেকগুলো বছর। শোনা যায়, এতে নাকি খুবই কষ্ট পেতেন নিতু।
তবে হ্যাঁ, পরবর্তীকালে ঋষি কাপুরের সঙ্গে কিছু ফ্যামিলি ড্রামা নির্ভর ছবিতে অভিনয় করেছিলেন নিতু। ক্যান্সারে আক্রান্ত হয়ে ঋষির মৃত্যুর পর পাল্টে যায় কাপুর পরিবারের অন্দরমহলের কাহিনি।
কাপুর-মহিলাদের ইচ্ছের পক্ষে ঢাল হয়ে দাঁড়ালেন পরিবারের ছেলে রণবীর কাপুর। মাকে বোঝালেন ভাল থাকতে হলে বাবার মৃত্যুশোক ভুলতেই হবে তাঁকে।
একমাত্র কাজই পারে তাঁকে সেই শোক থেকে বের করে আনতে। নিতুকে ফের অভিনয় করার উৎসাহ দিয়েছেন তাঁর পুত্র রণবীর কাপুরই।