কন্যা টুইঙ্কল খান্নাকে বিশ্রীভাবে শাসন করতেন অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। সেই কারণেই নাকি অতীতে মায়ের সঙ্গে সম্পর্ক একেবারেই ভাল ছিল না টুইঙ্কলের।
তা নিয়ে বহুবারই মায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন টুইঙ্কল। এমনকী, মাকে ‘নিষ্ঠুর’ আখ্যাও দিয়েছিলেন তিনি। মায়ের শাসন করার পদ্ধতি নাকি সহ্য করতে পারতেন না টুইঙ্কল।
ছোটবেলায় দুষ্টুমি করার কারণে মায়ের হাতে বেধড়ক মার খেতেন টুইঙ্কল। মেয়েকে উচিত শিক্ষা দিতে একবার নাকি টুইঙ্কলকে উলঙ্গ করে সকলের সামনে হাঁটিয়েছিলেন ডিম্পল। ভাবতে পারছেন!
১৯৯৭ সালে সেই খবর প্রকাশিত হয়েছিল এক জনপ্রিয় বাংলা বিনোদন পত্রিকায়। প্রতিবেদন অনুযায়ী, ডিম্পলকে ‘নিষ্ঠুর’ আখ্যাও দিয়েছিলেন টুইঙ্কল।
মাত্র ৪ বছর বয়স ছিল টুইঙ্কলের। এক ব্যক্তিকে গালিগালাজ করেছিলেন টুইঙ্কল। তা জানতে পেরে মেয়ের উপর ভয়ানক রাগ করেছিলেন ডিম্পল।
মেজাজ হারিয়ে ফেলেছিলেন। বেধড়ক মেরেছিলেন টুইঙ্কলকে। সেখানেই থেমে ছিল না বিষয়টা। টুইঙ্কলের প্যান্ট ফুলে তাঁকে উলঙ্গ করে সকলের সামনে হাঁটতে বলেছিলেন ডিম্পল।
এখন অবশ্য মা-মেয়ের মধ্যে ঝামেলা মিটমাট হয়ে গিয়েছে। মাকে নিয়ে আবেগঘন কথাও বলতে শোনা যায় টুইঙ্কলকে। এখন মা-মেয়ে একসঙ্গে সিনেমা দেখতে যান।
সময় কাটান একান্তে। শপিংয়েও যান। তবে শৈশবের ঘটনাগুলো অনেকদিন পর্যন্ত মনে রেখে দিয়েছিলেন টুইঙ্কল।