'সত্যম্ শিবম্ সুন্দরম' কিংবা 'হরে রাম হরে কৃষ্ণ' ছবিতে অভিনয় করে চিরকালের মতো দর্শকের মনের তাঁর পাকাপাকি জায়গা করে নিয়েছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী জ়িনাত আমান। কেবল অভিনয় নয়, জ়িনাত বিখ্যাত তাঁর পোশাকের কারণেও।
চিরকালই ভীষণ স্টাইলিশ জ়িনাত আমান। তাঁকে এবার ফের বড় পর্দায় ফিরিয়ে আনলেন পোশাকশিল্পী মণীশ মালহোত্রা। মণীশের প্রযোজনা সংস্থা তৈরি করছে 'বানটিক্কি' নামের একটি ছবি। তাতে নাকি অভিনয় করছেন জ়িনাত।
খবরটি দুনিয়াবাসীকে জানিয়েছেন খোদ মণীশ মালহোত্রাই। তিনি জানিয়েছেন, আমি জ়িনাতের ভীষণ ফ্যান। তাঁকে আমার ছবি 'বানটিক্কি'চে পাওয়া সৌভাগ্যের ব্যাপার।
ঠিক পাঁচ বছর আগে আশুতোষ গোয়ারিকরের তৈরি 'পানিপথ' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন জ়িনাত। তারপর পাঁচ বছর তিনি কোনও ছবিতেই অভিনয় করেননি আর।
সুতরাং, 'বানটিক্কি'র মতো একটি ছবিতে তাঁর আবির্ভাব আলাদা আকর্ষণ তৈরি করছে। তাঁকে কোন চরিত্রে দেখা যাবে সেটা দেখার জন্যই আগ্রহ প্রকাশ করছেন জ়িনাতের অনুরাগীরা।
'বানটিক্কি' ছবিতে জ়িনাতের সঙ্গে অভিনয় করছেন আরও এক দুর্দান্ত অভিনেত্রী শাবানা আজ়মি। রয়েছেন শক্তিশালী অভিনেতা অভয় দেওল। এই দিন তারকাকে একসঙ্গে কোনও ছবিতে পাওয়া সত্যি দারুণ ব্যাপার।
কিছুদিন আগেই ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছিলেন জ়িনাত। ডেঙ্গি এবং ম্যালেরিয়া পরীক্ষা করানোর পর জানা যায়, তাঁর কোনওটাই হয়নি। ভাইরাল জ্বরে কাবু হয়ে বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন জ়িনাত।
তারপরে সুখবর আসে। তিনি অভিনয় করবেন বলিউডের এই ছবিতে। ইতিমধ্যেই ছবিকে ঘিরে প্রস্তুতি শুরু করে দিয়েছেন জ়িনাত। এই ছবির পর অন্য আর কোন ছবিতে তাঁকে দেখা যাবে, তা নিয়েও অনুরাগীদের মনে কৌতূহল শুরু হয়েছে।