কিছুদিন আগেই রশ্মিকা মন্দানার 'ডিপফেক' ভিডিয়ো নিয়ে তোলপাড় হয়েছে চারদিক। এবার তৈরি হল কাজলের ডিপফেক ভিডিয়ো।
পোশাক পরিবর্তনের ডিপফেক ভিডিয়ো তৈরি হয়েছে কাজলের। সেখানে দেখা যাচ্ছে, পোশাক পরিবর্তন করছেন তিনি। কিন্তু নেটিজ়েনদের বুঝতে দেরি হয়নি যে, সেই ভিডিয়োটি সম্পূর্ণ ভুয়ো, ডিপফেক।
আসলে ভিডিয়োটি এক ব্রিটিশ মহিলার। পেশায় তিনি এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার। তাঁর নাম রোজ়ি ব্রিন। 'গেট রেডি উইথ মি' ট্রেন্ডে অংশ নিয়েছিলেন তিনি। এবং তাঁর পোশাক পরিবর্তন করার একটি ভিডিয়োও ছিল।
সেই ভিডিয়ো থেকে তাঁর মাথা কেটে বসিয়ে দেওয়া হয়েছে কাজলের মাথা। এবং ছেড়ে দেওয়া হয়েছে নেট মাধ্যমে। মুহূর্তেই তা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
দেখে মনেই হচ্ছে, কাজল ক্যামেরার সামনে পোশাক পরিবর্তন করছেন। এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর কাজলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও পর্যন্ত।
রশ্মিকা মন্দানার 'ডিপফেক' ভিডিয়োটি যখন ভাইরাল হয়েছিল, অনেকেই তাঁর সঙ্গে সমব্যাথী হয়েছিলেন। কেউ-কেউ আতঙ্কিতও হয়েছিলেন ভীষণভাবে।
অমিতাভ বচ্চন, কীর্তি সুরেশ, ম্রুণাল ঠাকুর, ঈশান খট্টর, নাগা চৈতন্য--প্রত্যেকে সমর্থন করেছেন রশ্মিকাকে এবং তাঁর পাশে এসেও দাঁড়িয়েছেন।
রশ্মিকা নিজেও সরব হয়েছিলেন এবং বলেছিলেন, তিনি ভীত হয়েছেন। চিন্তায় আছেন। ভাবছেন, যদি স্কুল-কলেজে পড়ার সময় এই ভিডিয়ো ভাইরাল হত তাঁর, তা হলে কী হত?