ঐশ্বর্য রাই বচ্চনের জীবন নিয়ে চিরকালই আলোচনা হয়েছে। তবে ব্যক্তিগত জীবনকে চিরকাল ব্যক্তিগতই রাখতে চেয়েছেন তিনি।
ঐশ্বর্যর জীবনে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তাঁর প্রেমজীবন নিয়ে। তাঁর একদা প্রেমিক সলমন খানকে নিয়ে।
ঐশ্বর্যর জীবনে বিবেক ওবেরয়কে নিয়েও একটা লম্বা অধ্যায় রয়েছে। বিবেক একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, সলমন তাঁকে হুমকি দিয়েছেন ঐশ্বর্যর কাছাকাছি আসার জন্য।
এই নিয়ে 'গুজ়ারিশ'-এর সেটে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন ঐশ্বর্য। এমন কথাও জানিয়েছিলেন, সলমন তাঁর গায়ে হাত তুলেছিলেন।
কিছুদিন পর সলমন বলেছিলেন, তিনি ঐশ্বর্যর গায়ে কখনওই হাত তোলেননি। পুরোটাই ঐশ্বর্যর মিথ্যা অভিযোগ।
কেবল সলমন নন, ফারহা খানের শোতে এসে বিবেক বলেছিলেন যে, ঐশ্বর্য অকৃতজ্ঞ। সলমন খানের বিরুদ্ধে প্রেস কনফারেন্স ডাকার ফলে তাঁর কেরিয়ার নষ্ট হয়েছে, সে কথাও বলেছিলেন বিবেক।
'গুজ়ারিশ'-এর সেটে ঐশ্বর্য বলেছিলেন, "আমি আমার মতো করে জীবন কাটাচ্ছি। আশা রাখি, বাকিরাও তাই-ই করবেন। আমাকে আমার মতো ছেড়ে দেওয়া হোক।"
সেই সময় ঐশ্বর্যর এক বন্ধু সংবাদমাধ্যমকে বলেছিলেন যে, সলমন এবং বিবেক খুবই অভদ্র আচরণ করেছেন। এমনটা আশা করা যায় না কখনওই।