12 September 2023
২ কোটি টাকার জন্য শুটিং বন্ধ অক্ষয়ের!
৯ সেপ্টেম্বর তাঁর ৫৭তম জন্মদিনে অক্ষয় কুমার ঘোষণা করেছিলেন নতুন ছবির।
ছবির নাম 'ওয়েলকাম টু দ্যা জঙ্গল'। 'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজ়ির ছবি সেটি।
ছবিতে অভিনয় করার কথা সুনীল শেট্টি, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ়ের মতো তারকাদের।
ছবির লুক সামনে আসার পর-পরই উত্তেজনা তুঙ্গে ওঠে অনুরাগীদের মধ্যে।
শোনা যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজ়ির আগের ছবি, অর্থাৎ 'ওয়েলকাম ব্যাক'-এর মুক্তির পরও টেকনিশিয়ানদের পারিশ্রমিক মেটাননি প্রযোজক ফিরোজ় নাদিয়াদওয়ালা।
বর্ধমানের মেয়ে তিনি। খুব ছোট বয়সেই পা রেখেছিলেন কলকাতায়। কথা হচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।
বর্ধমানের মেয়ে তিনি। খুব ছোট বয়সেই পা রেখেছিলেন কলকাতায়। কথা হচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।
আরও পড়ুন