5 October 2023

'জিগরা'র শুটিং শুরু করলেন আলিয়া

তাঁর নতুন ছবি 'জিগরা'র শুটিং করলেন আলিয়া ভাট। করণ জোহরের প্রযোজনায় ফের কাজ করছেন অভিনেত্রী। তাঁর প্রথম দিনের শুটিংয়ের ভিডিয়ো এবং ছবিও শেয়ার করেছেন আলিয়া।

ভ্যানিটি ভ্যানের ভিতরে বসে কিছু ছবি তুলেছেন আলিয়া। সেখানে দেখা যায় পিছনে দাঁড়িয়ে আছেন তাঁর দিদি শাহিন ভাট। ইদানিং তাঁর সঙ্গে দিদি শাহিনও যান শুটিংয়ে।  

ছবিতে সাধারণ পোশাকে দেখা যাবে আলিয়াকে। ডেনিমের প্যান্ট, টি-শার্ট এবং স্নিকার্সে দেখা যাবে তাঁকে। ছবির সঙ্গে ক্যাপশনও শেয়ার করেছেন আলিয়া। তাতে তিনি লিখেছেন মনের কথা। 

আলিয়া লিখেছেন, "আমাদের শুটিং শুরু হয়েছে। আজকেই প্রথমদিনের শুটিং। এখানে আমাদের হৃদয়ের টুকরো আছে। আপনাদের শুভ কামনা প্রার্থনা করি।"

এই পোস্ট হতেই আলিয়ার জন্য ছুটে আসে শুভেচ্ছাবার্তা। সোনম কাপুর লিখেছেন, "অভিনন্দন ডার্লিং!" তবে নজর কেড়ে নিয়েছে রণবীর সিংয়ের মন্তব্য।

রণবীর লিখেছেন, "তোমাকে অনেক ভালবাসা এবং শুভ কামনা জানাই।" মন্তব্য করেছেন আলিয়ার মা সোনি রাজ়দানও। তিনি লিখেছেন, "অল দ্যা বেস্ট!"

দিয়া মির্জা পাঠিয়েছেন ইমোজি। গত সপ্তাহেই ঘোষণা হয় আলিয়ার নতুন ছবির। ধর্মা প্রযোজনা সংস্থাই প্রকাশ্যে আনে খবরটি। রোম্যান্টিক নয়। এক্কেবারে অন্য ধারার একটি গল্প বলবে এই ছবি। 

ভাই-বোনের সম্পর্কের কথা বলবে ছবিটি। হারিয়ে যাওয়া ভাইয়ের কথা বলবে। ছবির মোশন পোস্টার শেয়ার করে করণ আগেই বলেছিলেন, "আমার জিগরা ফিরল..."