স্মৃতি সুখের। বিশেষত যে স্মৃতি যদি হয় বিশেষ দিনের তবে তা সারাজীবন আগলে রাখাই দস্তুর। এই যেমন আলিয়া ভাট। এই মুহূর্তে তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রী
তাতে কী? আজ অর্থাৎ মঙ্গলবার তিনি যা করলেন।, তা দেখে মুগ্ধ সকলে। এ দিন দিল্লিতে জাতীয় পুরস্কার গ্রহণের জন্য হাজির হয়েছিলেন আলিয়া। সঙ্গে ছিলেন রণবীর কাপুর।
শাড়ি পরে এসেছিলেন আলিয়া, কানে গলায় মানানসই গয়না। কিন্তু এ কী! এ কোন শাড়ি! চেনা চেনা লাগতেই খুঁজে বের করতে বেশি সময় নেননি তাঁর ভক্তরা।
গত বছর এপ্রিল মাসে বিয়ের দিন যে শাড়ি পরেছিলেন আলিয়া, সেই শাড়ি পরেই তিনি হাজির হন এ দিন নয়া দিল্লিতে। বিয়ের সাজ ছিল তুলনামূলক জমকালো।
তবে এ দিনের সাজ অনেকটা সাদামাঠা। সাধারণত এক পোশাক দুইবার পরেন না সেলেবরা। তবে আলিয়া ভাট ভাঙলেন সেই ট্রেন্ড। বিয়ের সারি পরেই দিলেন কি এক বার্তা?
বুঝিয়ে দিলেন, এই শাড়ি বড় কাছের,মনের মতো। বুঝিয়ে দিলেন এ যাবৎ জীবনের দুই উল্লেখযোগ্য ঘটনার দিনেই এই শাড়িই তাঁর আপন।
প্রশংসা করেছেন নেটিজেনরা। তারাদের সচরাচর মাটির কাছাকাছি নামতে দেখা যায় না। আলিয়া নেমেছেন, আর তাতেই বেশ খুশি তাঁরা।
সঞ্জয় লীলা ভন্সালীর 'গাঙ্গুবাই কাথিয়াওয়ড়ি' ছবির জন্য জাতীয় পুরস্কার পান আলিয়া ভাট। তাঁর প্রাপ্তিতে উচ্ছ্বসিত হয়ে পড়েন রণবীর। গর্বিত স্বামী পুরো সময়টা ছিলেন তাঁর পাশেই।