amitabh bachhan

অমিতাভ বচ্চনের প্রথম পারিশ্রমিক কত ছিল?

06 eptember 2023

অভিনয়ে আসবেন এই প্ল্যানিং প্রথম দিকে মোটেও ছিল না তাঁর। কলকাতায় এসেছিলেন সাধারণ চাকরি নিয়ে। কথা হচ্ছে অমিতাভ বচ্চনের।

যে ব্যারিটোন স্বরের প্রেমে পাগল তামাম বিশ্ব, সেই স্বরের কারণেই হতে হয়েছে অপমানিত।

কলকাতায় কাজ করাকালীন মাত্র ৫০০টাকা পেতেন তিনি। কিছু দিন আগেই তিনি নিজেই জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে।

যে সময় জয়া বচ্চনের সঙ্গে আলাপ হয় তাঁর, সে সময় তিনি একেবারে সাধারণ, শাহেনশাহ হতে তখনও অনেক দিন বাকি।

ছবি করতে গিয়েই আলাপ দু'জনের। জয়া বুঝেছিলেন সম্ভাবনা লুকিয়ে রয়েছে এই মানুষটির মধ্যে।

তাঁকে  নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন খোদ রাজেশ খান্নাও। জয়াকে বলেছিলেন তাঁর জন্য সময় নষ্ট না করতে

পাল্টা রেগে গিয়েছিলেন জয়া। রাজেশের এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেননি তিনি। 

জয়াকে নিরাশ করেননি তিনি। আজ তাঁকে চেনে তামাম দুনিয়া, ৮০ তেও কাঁপাচ্ছেন তিনি