9 January 2024
গোপনে ঘনিষ্ঠ, রোনাল্ডোকে ভিজে চুমুতে ভরান বিপাশা!
credit: istock
TV9 Bangla
খেলোয়াড় আর নায়িকার প্রেম নতুন নয়। তবে সেই নায়িকা যদি থাকেন সম্পর্কে। তবে কি 'প্রেম'-এ পড়া বারণ? নাকি 'কারণে অকারণে' হয়ে যেতেই পারে ভুলচুক?
হয়েছিল এমনটাই, অন্তত বিভিন্ন সূত্র এমনটাই দাবি রাখে। সেই রাতে বিপাশা বসু ও বিশ্বমানের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মধ্যে কী ঘটেছিল?
তা নিয়ে আজও চর্চা চলে এদিক ওদিক। চলে নানা আলোচনা। লিসবনের এক অনুষ্ঠানের মঞ্চে হাজির হয়েছিলেন বিপাশা ও রোনাল্ডো।
বঙ্গনারীকে দেখে মুগ্ধ হয়েছিলে রোনাল্ডো। মঞ্চেই বিপাশার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েন তিনি। ওদিকে বিপাশাও কিন্তু কম যাননি।
নিজেই জানিয়েছিলেন রোনাল্ডোর সঙ্গে দেখা করা তাঁর কাছে ছিল স্বপ্নের মতো। সেই মতোই অনুষ্ঠান শেষ হলে বেরিয়ে পড়েন নাইটক্লাবের।
পোশাকেও ছিল মিল। অন্ধকার নাইট ক্লাবে সুন্দরী নায়িকা ও সুপুরুষ রোন্যাল্ডো। টান অনুভবে বেশি সময় লাগেনি বলেই জানিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা।
সেই রাতের বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছিল। বিপাশার ঠোঁটে ঠোঁট। ঘনিষ্ঠ রোনাল্ডো! সেই ছবি নিয়ে হয়েছিল তোলপাড়।
শোনা যায়, সে সময় বিপাশার প্রেমিক জন আব্রাহামও ব্যাপারটা ভাল ভাবে নেননি। প্রেমিকা অন্য কারণ সঙ্গে ঘনিষ্ঠ, কেই বা মেনে নিতে পারেন?
Learn more