দিদি পূজা এবং বাবা মহেশ ভাটের কন্যা! এই গুজবে মন ভাঙে আলিয়ার
TV9 Bangla
credit: Social Media
মহেশ ভাট। বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা। তাঁর কন্যার নাম আলিয়া ভাট। আলিয়া এখন বলিউডের এক নম্বর নায়িকা। মহেশ ভাটের আরও দুই কন্যা রয়েছে।
তাঁর বড় মেয়ে পূজা ভাট। আলিয়া হলেন পূজা ভাটের সৎ বোন। মহেশ ভাট এবং তাঁর দ্বিতীয় স্ত্রী সোনির রাজদানের দুই কন্যা–আলিয়া এবং শাহিন ভাট। তাঁরা বড় হয়েছেন একসঙ্গে।
তাঁরা প্রায় একই বয়সী। কিন্তু পূজা আলিয়ার চেয়ে দ্বিগুণ বড়। এই পূজাকেই একটা সময় আলিয়ার জন্মদায়ী মা বলা হত। বলা হত, মহেশ এবং পূজার কন্যা নাকি আলিয়া।
পূজা ভাটের সঙ্গে একবার এক সাহসী ফটোশুট করেছিলেন মহেশ ভাট। মহেশ নিজের কন্যাকেই ঠোঁটে চুম্বন করেছিলেন সেই ফটোশুটে।
ফটোটি দেখে রে রে করে উঠেছিলেন অনেকেই। বাবা হয়ে মেয়ের ঠোঁটে কীভাবে চুম্বন করতে পারেন মহেশ? অনেকে মনে করতেন, পূজার সঙ্গে নাকি শারীরিক সম্পর্কও ছিল মহেশের।
এর জন্য কিছুটা দায়ী মহেশই। কারণ তিনি বেফাঁস বলে ফেলেছিলেন, “পূজা যদি তাঁর কন্যা না হতেন, তা হলে তিনি হয়তো তাঁকেই বিয়ে করতেন।
আলিয়ার জন্মের পর মানুষ নানা কথা বলেছিল সেই সম্পর্ককে কেন্দ্র করে। বলেছিল, আলিয়া নাকি মহেশ এবং পূজারই কন্যা। তা শুনে ভীষণই দুঃখ ভোগ করেছিলেন আলিয়া।
একবার একটা শোতে এসে আলিয়া বলেওছিলেন, “আমার জীবনের সবচেয়ে খারাপ গুজব এটাই যে, লোকে বলত আমি নাকি আমার বাবা এবং সৎ দিদি পূজা ভাটের কন্যা!”