23 September 2023
পরিণীতির বিয়ের গয়না দিলেন কে?
রাজস্থানের উদয়পুর শহরে চলে গিয়েছেন বর-কনে। চলে গিয়েছে তাঁদের দুই পক্ষের পরিবারও।
উদয়পুরেই হবে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়ে। একে-একে চলছে বিবাহ অনুষ্ঠানের একেকটি নিয়ম।
২৪ সেপ্টেম্বর, অর্থাৎ রবিবার বিয়ে করবেন পরিণীতি। সকলেই ইতিমধ্যে জেনে গিয়েছেন তাঁর হবু স্বা
মী কে?
আম আদমি পার্টির নেতা তিনি। নাম রাঘব চাড্ডা। অনেকদিন থেকে সম্পর্ক ছিল তাঁদের। পরিণতি পাচ্ছে বিয়েতে।
বিয়েতে নানা আয়োজন হয়েছে। পরিণীতি উপহার হিসেবে পেয়েছেন বিশেষ একটি গয়না। কে দিলেন সেই গয়না?
পরিণীতিকে গয়না দিয়েছেন তাঁর আত্মীয় কাকা-কাকিমা। তাঁদের গয়নার ব্যবসা। তাই বুঝতেই পারছেন!
কেবলমাত্র পরিণীতির জন্যই বিশেষভাবে তৈরি হয়েছে সেই গয়না। তা পরেই তিনি বিয়ে করবেন অভিনেত্রী।
সম্পূর্ণ পঞ্জাবী মতেই বিয়ে হবে পরিণীতি-রাঘবের। বিয়েতে দেশি, বিদেশি, পঞ্জাবী এবং রাজস্থানী খাবার থাকছে।
আরও পড়ুন