মুখে শেভ করেন, এটাই নাকি সোনমের সৌন্দর্যের রহস্য?
image

21 MAY, 2024

মুখে শেভ করেন, এটাই নাকি সোনমের সৌন্দর্যের রহস্য?

TV9 Bangla

credit: Social Media

মুখে শেভ করেন অভিনেত্রী সোনম কাপুর? শেভ করার কিছু ছবি অভিনেত্রী পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং তারপর থেকেই হইচই শুরু হয়েছে...

একটি-দুটি নয়, বিশেষভাবে শুট করা বেশ কিছু ছবি সোনম পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। কমেন্ট বক্সে গুচ্ছ-গুচ্ছ মন্তব্য এসেছে...

সেই সমস্ত কমেন্টে তুলোধনা করা হয়েছে তারকা সন্তান এই অভিনেত্রীকে। অনেকেই মনে করে নিয়েছেন বাবা অনিল কাপুরের মতো তাঁর শরীরও লোমশ...

অভিনেত্রীকে তাঁরা বলেছেন, "দয়া করে আপনার বাবাকে রেজ়রটি দিয়ে দিন, তাঁরই বেশ দরকার সেটির...."

কেউ আবার সরাসরি লিখেছেন, "সোনম আসলে বাবার মতোই লোমশ। তার মুখেও লোম। তাই শেভ করতে হচ্ছে..."

কেউ-কেউ আবার বিষয়টিকে অনন্য স্টেটমেন্ট বলেছেন। সোনমকে বাহবা দিয়েছেন। বলেছেন, "সোনম এমন কিছুই করবে না, যা স্টাইল-কেন্দ্রিক বিতর্ক তৈরি করবে...."

যতই কটাক্ষ আসুক, বেশ কায়দা করে পোজ় দিয়ে ছবিগুলি তুলেছেন সোনম। বিষয়টা নিয়ে চর্চাও হচ্ছে বিপুল মাত্রায়...

তাঁকে দেখতেও ভালই লাগে। পরিচালক সঞ্জয় লীলা ভানসালী সোনমকে নাকি বলেছিলেন, তাঁর কোনও খারাপ অ্যাঙ্গেল নেই। কথাটা সোনমকে পা মাটিতে রাখতেই দেয় না...