দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে যে সব নায়িকা
26 August 2023
কিরণ খেরকে চেনেন নিশ্চয়ই? তাঁর অভিনয়ের ভক্ত গোটা দেশ জুড়েই। এ যাবৎ দু'বার বিয়ে করেছেন তিনি।
তাঁর বর্তমান স্বামী অনুপম খের। অনুপমের আগে কিরণ বিয়ে করেছিলেন গৌতম বেরীকে। কিন্তু সেই বিয়ের সুখের হয়নি।
নীলিমা আজমকে চেনেন? দুই বার নয় তিন বার বিয়ে করেন তিনি। তাঁর প্রথম পক্ষের স্বামী পঙ্কজ কাপুর। পঙ্কজ ও নীলিমার সন্তান শাহিদ কাপুর বলি অভিনেতা
এর পর তিনি বিয়ে করেন রাজেশ খট্টরকে। তাঁদের সন্তান হলেন ঈশান খট্টর। রাজেশের সঙ্গে বিচ্ছেদের পর নীলিমা বিয়ে করেন রাজা আলি খানকে। সেই বিয়েও ভেঙে যায়।
৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী নীলম কোঠারি। তিনি প্রথমে বিয়ে করেছিলেন ঋষি শেঠিয়াকে। কিন্তু সেই বিয়ে ভেঙে যায়।
দ্বিতীয় বার জীবন শুরু করেন নীলম। তিনি বিয়ে করেন সমীর সোনিকে।
৪০ পেরিয়ে গিয়েছে শ্বেতা তিওয়ারির, তাঁর মেয়ে পলকও অভিনয় করছেন, কিন্তু শ্বেতা আজও সুপারহট।
জীবনকে দ্বিতীয় সুযোগ দিয়েছন তিনি। খুব কম বয়সে বিয়ে করেন রাজা চৌধুরীকে। এরপর বিয়ে করেন অভিনব কোহলিকে।
তানাজ ইরানির অভিনয় দর্শকের প্রিয়, তিনিও দুইভবার বিয়ে করেছেন।
তিনি প্রথম বার বিয়ে করেন ফারিদ কারিমকে, এরপর তিনি বিয়ে করেন বখতিয়ার ইরানিকে।
Learn more