17 January 2024

ক্যানসারজয়ী মহিলাই হবে রামের সৎ মা কৈকেয়ী

credit: social media

TV9 Bangla

শুরু হয়ে গিয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ' ছবির কাজ। সেই ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর।

রাবণের চরিত্রে অভিনয় করছেন দক্ষণ ভারতের সুপারস্টার 'কেজিএফ' খ্যাত অভিনেতা যশ। হনুমান সানি দেওল। কুম্ভকর্ণ ববি দেওল এবং সীতা সাই পল্লবী। 

কৈকেয়ীয়ের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে কাকে কাস্ট করা হবে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছিলেন পরিচালক। 

কৈকেয়ী রামের সৎ মা, তাঁর বাবা রাজা দশরথের ছোট স্ত্রী। দশরথকে বলে ১৪ বছরের জন্য রামকে বনবাসে পাঠিয়েছিলেন এই কৈকেয়ীই।

কৈকেয়ী রামের সৎ মা, তাঁর বাবা রাজা দশরথের ছোট স্ত্রী। দশরথকে বলে ১৪ বছরের জন্য রামকে বনবাসে পাঠিয়েছিলেন এই কৈকেয়ীই।

এদিকে ক্যানসারকে জয় করেছেন অভিনেত্রী মহিমা চৌধুরী। মারণ রোগের সঙ্গে যুদ্ধের সময় মাথার সব চুল উঠে গিয়েছিল তাঁর। আত্মবিশ্বাসও ভেঙে গিয়েছিল। 

দীর্ঘদিন চিকিৎসা করানোর পর মহিমা ক্যানসার মুক্ত হয়েছেন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। কাজে যাওয়ার জন্যেও সম্পূর্ণ তৈরি। নিজেকে কৈকেয়ী হিসেবে গড়ে তুলছেন অভিনেত্রী।

এখনও পর্যন্ত 'রামায়ণ'-এ তাঁর শুটিং শুরু হয়নি। এখন প্রস্তুতি পর্ব চলছে। কিছুদিন পরই তাঁর ডেট নেওয়া হয়েছে। নিজেকে নতুন অবতারে দেখার জন্য অপেক্ষায় অভিনেত্রী।