বলিউডের 'ধকধক গার্ল' মাধুরী দীক্ষিতকে পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কাশ্মীর থেকে কন্যাকুমারী–হাজার-হাজার, লাখ-লাখ পুরুষের হৃদয়ে রাজ করেন তিনি।
আজও তাঁকে দেখলেই মনের মধ্যে ভায়োলিন বেজে ওঠে বহু পুরুষের। সেই তালিকায় নাম রয়েছে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনেরও।
সম্পর্কে তিনি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাবা। মাধুরী দীক্ষিতের সঙ্গে একটি একান্ত সাক্ষাৎকার দিতে বসে এই সত্যি সামনে এনেছিলেন দীপিকার স্বয়ং।
হাসতে-হাসতে বলেছিলেন, “আমার বাবার ক্রাশ ছিলেন আপনি। আপনার জন্য বাবা এক বিচিত্র কাণ্ড ঘটিয়েছিলেন।” কী কাণ্ড ঘটিয়েছিলেন প্রকাশ?
প্রকাশ পাড়ুকোনের ক্রাশ ছিল মাধুরীর উপর। স্বপ্নসুন্দরীকে তিনি মনে-মনে পছন্দ করতেন খুব। এই কথা জানতে পেরে হাসি চওড়া হয় মাধুরীর।
খানিকটা লজ্জিতও হয়েছিলেন তিনি। দীপিকা বলেছিলেন, “আমার বাবার আপনাকে ভীষণ ভাল লাগত। আপনার যখন বিয়ের খবর জানতে পেরেছিলেন বাবা, সেই ধাক্কা তিনি সহ্যই করতে পারেননি।"
বলেন, "বাথরুমে গিয়ে হাপুস নয়নে কেঁদেছিলেন খুব।” এই কথা শুনে আরও বেশি লজ্জা পেয়েছিলেন মাধুরী।
মাধুরী দীক্ষিতকে নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা ভরপুর। তাঁর ভুবন ভোলানো হাসি, তাঁর সরল তাকানো, তাঁর নাচ, তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককুলকে।