26 September 2023
ভাইকে বাঁচাতে রাস্তায় বেরিয়ে পড়লেন আলিয়া
কী হয়েছে আলিয়ার ভাইয়ের? ভাইকে খোঁজার আগে অভিনেত্রী বলেছেন, "তুই আমার দেওয়া রাখি পরিস। আমি
তোকে রক্ষা করব।"
আলিয়ার পরনে ডেনিম-টি শার্ট। পায়ে স্নিকার্স। আসলে এটি একটি ছবির মোশন পোস্টার। যে মোশন পোস্ট
ার মঙ্গলবার প্রকাশ্যে এনেছে ধর্মা প্রযোজনা সংস্থা।
ভাই-বোনের সম্পর্কের রসায়ন নিয়ে এই ছবির চিত্রনাট্য। ছবির নাম 'জিগরা'। ভাইকে সুরক্ষা দেওয়ার কথা বলছেন আলিয়া ভাট।
মোশন পোস্টারে তেমনটাই ইঙ্গিত মিলিয়েছে। করণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' মুক্তির পর এই ছবির মুক্তি ঘোষণা করলেন পরিচালক।
সকলেই জানেন, আলিয়া ভাট করণ জোহরের সবচেয়ে প্রিয় তারকা। পরিচালক নিজের মেয়ের মতো দেখেন আলিয়াকে।
এটি করণ এবং আলিয়ার একসঙ্গে ৮ নম্বর কাজ। ছবি নিয়ে খুবই উচ্ছ্বসিত করণ। সেই সঙ্গে আলিয়াও।
ছবিতে প্রথমবার করণের সঙ্গে সহ-প্রযোজক হিসেবে কাজ করবেন আলিয়া ভাট। ইনস্টাগ্রামে সে কথা উল্লেখ করেছেন অভিনেত্রী।
কবে মুক্তি পাচ্ছে 'জিগরা'? মোশন পোস্টার বলছে, ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ধর্মা ছবি। ছবি মুক্তির এক বছর আগে সেই ঘোষণাই করল সংস্থা।
আরও পড়ুন