shahrukh kajol 7

3 October 2023

শাহরুখের দু'চোখের বিষ ছিলেন কাজল

shahrukh kajol 8

জানলে অবাক হবেন, শুরুতে কাজলকে এক্কেবারে সহ্য করতে পারতেন না শাহরুখ খান। তাঁকে দেখলেই বিরক্ত হতেন কিং। 

shahrukh kajol 6

কী এমন কারণ ছিল যে, তাঁর সবচেয়ে জনপ্রিয় সহ-অভিনেত্রীকে বিরক্তির চোখে দেখতেন শাহরুখ। তা জানিয়েছিলেন নিজ মুখেই।

shahrukh kajol 5

শাহরুখ জানিয়েছিলেন, কাজল খুবই কথা বলতেন। এত বকবক করা মেয়ে এক্কেবারে পছন্দ করতেন না শাহরুখ। তিনি একটু চুপচাপ প্রকৃতির।

'বাজ়িগর' ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ এবং কাজল। শুটিংয়ের পর বিরক্ত হয়ে আমির খানকে ফোন করেছিলেন শাহরুখ। 

আমিরকে কিং জানিয়েছিলেন, কাজল খুব খারাপ এবং খুব কথা বলেন। এরকম একজন অভিনেত্রীর সঙ্গে তিনি আর কোনওদিনই কাজ করতে পারবেন না। 

সেই বিকালেই আমিরকে ফের ফোন করেছিলেন শাহরুখ। এবং কাজলের সম্পর্কে বলা কথা ফেরত নিয়েছিলেন তখনই। খানিক লজ্জিতও ছিলেন। 

শাহরুখ বলেছিলেন, "'বাজ়িগর' ছবির রাশ দেখেছি। কাজলকে দেখে আমি অভিভূত।" তারপর সব ইতিহাস। কিং সেদিন নিজের ভুল বুঝতে পেরেছিলেন।

শাহরুখের মনে হয়েছিল, পর্দায় আলো দিতে পারেন কাজল। তাঁর সম্পর্কে করা মন্তব্যকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন কিং খান।