25 September 2023
'দ্য়া কাশ্মীর ফাইলস'-এর সিকুয়্যেল আসছে কবে?
'দ্যা কাশ্মীর ফাইলস'-এর সিকুয়্যেল বানাতে ৩০০ কোটি টাকা পাচ্ছেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহো
ত্রী। কবে তৈরি হবে ছবি?
কেই বা দিতে চাইছেন এত টাকা? দিল্লি এখনও অনেক দূর যদিও। তবে এ ব্যাপারে মুখ খুলেছেন বিবেক স্বয়ং।
তিনি জানিয়েছেন, বিতর্ক হোক আর যাই হোক, 'দ্যা কাশ্মীর ফাইলস' মুক্তি পাওয়ার পর অনেক প্রযোজকই আমার কাছে এসেছিলেন।
তাঁরা সিকুয়্যেল তৈরি করতে চেয়েছিলেন 'দ্যা কাশ্মীর ফাইলস'-এর। অনেক-অনেক টাকা দিতে চেয়েছিলেন বিবেককে। কিন্তু তিনি সেই তোপ নেননি।
বলেছেন, "'দ্যা কাশ্মীর ফাইলস' ভাল ফলাফল করেছিল বক্স অফিসে। কিন্তু আমি ২০০-৩০০ কোটি টাকা বাজেটের ছবি তৈরি করি না।"
'দ্যা কাশ্মীর ফাইলস' মুক্তি পাওয়ার পর ৩০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে সেই ছবি। সব টাকা কোথায় গেল?
বিবেক জানিয়েছেন, 'দ্যা কাশ্মীর ফাইলস' থেকে উপার্জিত অর্থ দিয়েই তৈরি হয়েছে তাঁদের পরবর্তী ছবি 'দ্যা ভ্যাকসিন ওয়ার'।
এও বলেছেন তিনি, "এবার যদি বক্স অফিসে 'দ্যা ভ্যাকসিন ওয়ার' না চলে, তা হলে আমি আর আমার স্ত্রী পল্লবী আবার আগের জায়গায় ফিরে যাব।"
আরও পড়ুন