এক্কেবারে ছেলেদের মতো ছিলেন করিনা, মত নেটিজ়েনদের...
TV9 Bangla
credit: Social Media
তখন তিনি কেবলই কাপুর পরিবারের মেয়ে। অভিনেত্রী হননি। দিদি করিশ্মা কাপুরের একদা 'প্রেমিকা' অভিষেক বচ্চনের সঙ্গে ‘রেফিউজি’ ছবিতে ডেবিউ করেননি। দিদি ততদিনে বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী।
করিশ্মা অভিনীত ‘ফিজ়া’ ছবিতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি পেয়েছিলেন অ্যাওয়ার্ড। তবে অ্যাওয়ার্ড নিতে যেতে পারেননি করিশ্মা। তাঁর প্রতিনিধিত্ব করেছিলেন ছোট বোন করিনা।
দর্শক আসনে বসে ছিলেন করিনা। সেখান থেকে উঠে এসে পুরস্কার গ্রহণ করেন দিদির হয়ে। কিন্তু এ কী! এ কেমন হাঁটা করিনার? পুরনো ক্লিপ ভাইরাল হতেই প্রশ্ন বাণ নেটিজ়েনদের।
সেদিন যেভাবে করিনা হেঁটে গিয়ে করিশ্মার অ্যাওয়ার্ডটি নিয়েছিলেন, তা নিয়ে হাসির রোল ওঠে নেটমহলে। হাওয়ার গতিতে এগিয়ে যান করিনা। চলাফেরায় তারকাসুলভ কোনও ছাপই নেই।
ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজ়েনদের মন্তব্য, “এ তো পুরো ছেলেদের মতো আচরণ, ছেলেদের মতো হাঁটা। এমন করে হাঁটছেন কেন?” এখনকার করিনার সঙ্গে কোনও মিলই নেই।
এখন করিনার বডি ল্যাঙ্গুয়েজ অনেক নরম, অনেক পেলব। ‘রেফিউজি’ সিনেমায় আত্মপ্রকাশের পর একাধিক বলিউড ছবিতে নিজের অভিনয়ের ছাপ রেখেছেন করিনা।
‘জব উই মেট’ সেই তালিকায় অন্যতম। করিনার অনুরাগী সংখ্যা প্রচুর। তিনি এখন পতৌদি পরিবারের বউ। ছোটে নবাব সইফ আলি খানের দ্বিতীয় স্ত্রী।
সইফ এবং দুই পুত্র--তৈমুর, জেহ-কে নিয়ে সুখে সংসার করছেন করিনা। একই সঙ্গে চলছে তাঁর ছবিতে অভিনয়ও। দুটো দিকই সমানভাবে ব্যালেন্স করে চলছেন করিনা।